উচ্ছন্নে
গেল দেশটা
সত্যজিৎ পাল
Image Courtesy: Google Image Gallery |
আইন কানুন যে ভাঙে ভাঙুক,
যে লুটপাট করে করুক,
আমি করবো না প্রতিবাদের
চেষ্টা।
বলবো, উচ্ছন্নে
গেল দেশটা।
গাছ কেটে ঘরে ফার্নিচার গড়ে,
সবুজায়ন কে ধ্বংস করে,
করবো বৃক্ষরোপণ কর্মসূচিতে
থাকার চেষ্টা।
বলবো উচ্ছন্নে গেল দেশটা।
কলেজের অধ্যক্ষরা রয়েছেন বসে,
ফোর পাস মন্ত্রী শিক্ষার
হিসেব কষে,
আমি করবো না প্রতিবাদের
চেষ্টা।
বলবো উচ্ছন্নে গেল দেশটা।
ওই যে দিনমজুর নেতা, শিখে
রাজনীতির জাদু,
ঘোরাচ্ছেন ছড়ি, খাচ্ছেন মধু,
আমি করবো না প্রতিবাদের
চেষ্টা।
বলবো উচ্ছন্নে গেল দেশটা।
রাস্তায় মেয়েদের প্রতি
বাড়ছে কটুক্তির বর্ষণ,
নিষ্পাপ মেয়ে হচ্ছে
শ্লীলতাহানি ধর্ষণ,
আমি করবো না প্রতিবাদের
চেষ্টা।
বলবো, উচ্ছন্নে
গেল দেশটা।
সার্টিফিকেট মূল্যহীন, এখন চাকরি
বিক্রি হচ্ছে,
কেনাবেচার বাজারে চাকরিরও দাম
বাড়ছে,
আমি করবো না প্রতিবাদের
চেষ্টা।
বলবো, উচ্ছন্নে
গেল দেশটা।
যদি থাকি একসাথে মিলেমিশে,
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে,
দলবেঁধে করবো প্রতিবাদের
চেষ্টা।
তাহলে আর উচ্ছন্নে যাবে না
দেশটা।
️
No comments:
Post a Comment
Please put your comment here about this post