গোবিন্দ
মোদক
Image Courtesy: Google Image Gallery |
হেমন্তটা বিদায় নিতেই -শীতকাল
এসে যায়,
ভোরবেলাকার শিশির নিয়ে মুখ
ঢেকে কুয়াশায়।
উত্তর থেকে বয়ে আনে শীত, ঠান্ডা শীতল
বায়ু,
দিনের মাপটা ছোট্ট হলেও, বাড়ে
রাত্রির আয়ু।
পাতা ঝরানোর সময় আসে, প্রকৃতি
রিক্ত থাকে,
শৈত্য-প্রবাহে মধুর লাগে-সূর্যের
রোদটাকে !
বিষণ্ণ প্রকৃতিতে তবু -মরশুমী
ফুল ফোটে,
ঠাণ্ডা হাওয়ায় আড়ষ্টতা, সারা শরীরে
ও ঠোঁটে !
বাজারে আসে পালং-মুলো, কপি ও
কড়াইশুঁটি,
যেতে হবে যে বনভোজনে- বন্ধুরা
বাঁধে জুটি।
বেড়াতে যাওয়ার সঠিক সময়, কাছে কিংবা
দূরে,
মৌন পাহাড় হাতছানি দেয়, ডাকে যেন
মিঠে সুরে !
খেজুরের রস, নলেন গুড়
আর, জয়নগরের
মোয়া,
শীতের সকালে গরম চা-কফি, পেয়ালা ভরা
ধোঁয়া!
বড়দিন আসে, নববর্ষ-কেক-পেস্ট্রিও
নানা,
পিঠে-পুলি যেন হাঁক দিয়ে বলে, নেইকো খেতে
মানা !
মন ছেঁয়ে থাকে আদুরে শীতে, লেপ ও
কাঁথার ওমে,
নানা উৎসবে-অনুষ্ঠানে- ভোজ
যায় খুব জমে !
সরস্বতী পুজো সেরে দিয়ে, শীত বলে -
তবে যাই,
হাতটা বাড়িয়ে কমলালেবু, বলে- টাটা, বাই বাই !!
️
No comments:
Post a Comment
Please put your comment here about this post