সলমনের জন্য
?
পৌষালী
কুন্ডু মণ্ডল
Image Courtesy: Google Image Gallery
গরম ভাত ফুটছে উনানে,
ভাত ফুটে ওঠার কি সুবাস!
সলমন তখন ভূমি সুধা মাখা পবিত্র
দেহে, নিষ্পাপ
তার মুখ,
মুখে এক চিলতে পবিত্র হাসি
নিয়ে সে দেখে, তারই
সমবয়সীর দল ছুটে চলেছে,
ওই বিশাল ফটক পার করতে,
পরনে তাদের সাদা শার্ট আর ছাই
রংয়ের হাফ প্যান্ট।
তার অবোধ শিশু মনে সে ও ছোটে
তাদের অনুসরণ করতে।
বিশাল ফটক আগলে বসে আছে
মোটাসোটা উর্দি পরা প্রহরী,
তার লাল চোখের দৃষ্টি গতি
কমিয়ে দেয় সলমনের ।
গরম ভাতের ফুটে ওঠার গন্ধে
মাখা চারপাশ,
কাঁচা লঙ্কা আর টক পান্তার
থালার কাছে সশব্দে বসে পড়ে সলমন ,
পাশের দোকানের এঁটো চায়ের
গ্লাস তার অপেক্ষায়,
ভিজে ওঠে দেব শিশুর নিষ্পাপ
চোখের কোন দুটো,
তার হাতের মলিনতা শুষে নেয়
চোখের সবটুকু জল,
পরে কাঁচা লঙ্কায় কামড়,এক গ্রাস টক পান্তাই যেন পরম সুধা
তখনো গরমভাত ফুটছে উনানে,
ভাত ফুটে ওঠার কি সুবাস!
No comments:
Post a Comment
Please put your comment here about this post