সোমনাথ
সাহা
Image Courtesy: Google Image Gallery
"The past is never dead. It's not
even past.
--- William Faulkner
( Requiem for a Num )
স্নেহের উষ্ণতা জড়িয়ে আছে
আমায় নিভৃতের আলিঙ্গনে।
জন্মদিনের সন্ধ্যায় নিজেকে
ছোঁবো বলে বাবার চাদরে মুখ গুঁজে রয়েছি।
আমার হৃদয়পোড়া অন্তঃস্থলে
অন্ধত্ব ঠেলে জন্ম নিচ্ছে নতুন ভগবান।
আমরা সবাই যেন তাড়া খেতে খেতে
ফুটপাথ বদল করে চলেছি।
তবুও চোখের আড়াল থেকে অদৃশ্য
এক চোখ নজর রাখছে , যেভাবে
বাবার চাদর জড়িয়ে ধরে ছায়াশূন্য অধঃপতনের আগে।
পৌষের রোদ্দুরের মতো ওম আজও
শাসন করে আমার তরল পিপাসু ভিড়।
আমি বুঝতে পারি আমার ভিতরে এক
নির্জন রাত্রি আছে ;
যাকে জড়িয়ে ধরেছে ভুরুর মতো কুঁচকে ওঠা ব্যথা।
সমাপ্ত বয়সে এসে দুচোখে
ভাবাশ্রু দিয়ে বাবার চাদর স্পর্শ করে জানতে পারি তুমি আছ মায়ের গানে, জাতকের রূপে, গত জন্মের
আদর-চিহ্নে।
তোমার জন্য কাঁদতে পারিনি
কোনোদিন, তাই
ঘৃণার অন্ধকারে মাটির ধুলোকে জড়িয়ে ধরে জন্মান্তরের বিলাপ করছি।
আমার স্মৃতি পথে ঘোরে অপমানের
জ্বালা।
সঙ্গী বলতে আছে বাবার শরীরে
মাটির ধূসরতা, বাকি
সব মেঘ।
প্রবল বৃষ্টি হবে এখন। কারণ,
এক বিশুদ্ধ মৌন পবিত্র
পদযাত্রা শুরু হতে চলেছে শুধু তাই-ই
পবিত্র , যা
ব্যক্তিগত , যা
একান্ত আপন ভাবে বাবার চাদর হয়ে জড়িয়ে থাকে কালান্তরে কালে।
️
No comments:
Post a Comment
Please put your comment here about this post