মাথুর
দাস
Image Courtesy: Google Image Gallery
হাতে হাতে মোবাইল ছোট বড়
সকলের,
হেঁট মাথা, নেট চলে, আঙুলের
খুটখাট ;
কেনাকাটা, যোগাযোগ, সুরাহা
ধকলের,
কত কিছু নিমেষেই
সারা যায় হুটহাট ।
লেখা ছবি পোস্ট করো, খোলা আছে
মুখ-বই,
টিক্ টক্ ভিডিও আলোচনা গেম শো
টক্ সে !
সাজগোজ রান্না বেড়ানো আরো কত
সুখ-সই,
তোলো ছবি, সেন্ড্ করো
হোয়া-ফেবু-ইনবক্সে ।
ওৎ পেতে আছে জেনো ঠগবাজ সততই,
নানা ভাবে সবাইকে ঠকানোর
চক্কর ;
মোবাইল ব্যবহারে যদি সাবধান
না হই
সব কিছু টেনে নেবে হ্যাকারের
খপ্পর ।
চেতনায় লাগাম না থাকে যদি
মানুষের,
মোবাইলে নেশা হলে কী যে হবে
হালচাল !
পড়াশোনা কাজকাম উঠে যাবে লাটে
ফের ;
আন্তর্জাল, অন্তর-ই
নাশে, আজ
নয় কাল ।
ফিরুন সূচিপত্রে
| হিম সংখ্যা-১৪২৮| Aleekpata.com|
|ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
Winter , 2021 | August -December 2021 | Fifth Year Second Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |
️
No comments:
Post a Comment
Please put your comment here about this post