অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Monday, January 17, 2022

সম্পাদকীয়- শীত সংখ্যা ১৪২৮ -সত্যজিৎ রায় জন্মশতবর্ষ বিশেষ সংখ্যা ২০২২ ( V TH Yr IIND Issue-XXVIII TH Edition)

 

  সম্পাদকীয়-  হিম সংখ্যা-১৪২৮

( সত্যজিৎ রায় জন্মশতবর্ষ  সংখ্যা, অগাস্ট ২১-জানুয়ারী ২০২২ ) 





অলীকপাতার প্রিয় বন্ধুরা,

কেমন আছেন সবাই, ভালো নিশ্চয়ই, অনেক বাধা বিপত্তি ও সুদীর্ঘ বিরতির পর অলীকপাতার বহুকাঙ্খিত এই সংখ্যাটি অবশেষে আপনাদের হাতে তুলে দিতে পেরে সত্যিই খুব ভালো লাগছে, হাল্কা লাগছে।

শেষ তিনটি সংখ্যার ক্ষেত্রে একটা কাকতালীয় ব্যাপার খুব অদ্ভুত ভাবে নজরে পড়ল, ব্যাপারটি বেশ মজারও বটে, সেটি হল অলীকপাতা হাসিরাশি সংখ্যাটি বের হয়েছিল ‘কোভিড-১৯’ এর প্রথম ঢেউয়ের সময়, ‘হাসি খুশি মন সুস্থ শরীরের আধার’, এই আপ্তবাক্যটির কথা মাথায় রেখে গোটা পৃথিবী যখন নতুন রোগের ভয়াবহতায় থরথর কাঁপছে তখন আমরা পরিকল্পনা করি ‘হাসিরাশি’ সংখ্যার, খুব বেশি না হলেও বেশ সাড়া পাই লেখক লেখিকাদের কাছ থেকে, সমস্ত লেখাগুলিকে  উপযুক্ত অলঙ্করণে ভরিয়ে তোলেন প্রিয় বন্ধু মিঠুন দাস, তাঁর ঝকঝকে প্রচ্ছদ ও গল্পের জন্য করা অলঙ্করণ গুলি সমস্ত ব্যাপার টিকে আলাদা মাত্রা এনে দেয়, এর পরের সংখ্যা আসতে আসতে অলীকপাতার পাঁচ বছর পূর্ণ হয়ে পঞ্চম জন্মদিন সংখ্যা আসে বাংলা নববর্ষে, সাথে  সাথে চলে আসে ‘ডেল্টা’ ভ্যারিয়েন্ট নিয়ে কোভিডের দ্বিতীয় তথা সব থেকে ভয়াবহ ঢেউ, আর এই তৃতীয় সংখ্যা টি আসছে তৃতীয় ঢেউয়ের সাথে, খুব অদ্ভুত তাই না!

 

দ্বিতীয় ঢেউয়ে চেনাপরিচিত সবাই আক্রান্ত হতে শুরু করেন, বেশ কিছু প্রিয় জন হারিয়ে যান, ততদিনে একটি ভ্যাক্সিনের ডোজ নেওয়া আমি নিজেকে খুব বীরপুরুষ ভেবে ও অনেকটা মানবিক   কারণেই রোগীদের কাছাকাছি আসতে বাধ্য হই ফলতঃ কয়েকদিনের মধ্যেই সকন্যা আমিও করোনার ‘আশীর্বাদ’ লাভ করে ফেলি, ভোগান্তির সে একশেষ, সহধর্মিণী ও প্রকাশিকা দেবশ্রীর আপ্রাণ চেষ্টাতে কোনওক্রমে এযাত্রা বেঁচে ফিরলেও অদ্ভুত ভাবে মানসিক অবসাদের কবলে পড়ি। সেটা মে মাসের প্রায় মাঝামাঝি।

 

অসুস্থতার কারনে মে মাসে শ্রী সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী তে  সত্যজিৎ পাগল আমি আর আমার প্রিয় ভাই - প্রতীক (মুখার্জী) সত্যজিৎ বাবুকে নিয়ে কিছু করতে না পেরে শারদ সংখ্যায় সত্যজিৎ রায় কে নিয়ে একটি বিশেষ ক্রোড় পত্র করার পরিকল্পনা করি, প্রতীক প্রচ্ছদ পরিকল্পনা করে ফেলে,  চলতে থাকে অলীকপাতা কাজ,  কিন্তু বিধি বাম, আমার মানসিক অবসাদ আরও বাড়তে থাকে আর এর মাঝেই অলীকপাতা ব্লগার ডোমেন থেকে নিজস্ব ডোমেনে মাইগ্রেট করে আর ‘aleekpatamagazine.blogspot.com’ হয়ে যায় ‘aleekpata.com’ আর সঙ্গে নিয়ে আসে কিছু যান্ত্রিক সমস্যা, ফলে কাজ বন্ধ রাখতে হয় সাময়িক ভাবে, বন্ধ হয়ে যায় পুজা সংখ্যা।

 

কিন্তু কথায় বলে বিষে বিষক্ষয়, তাই, আমিও আমার মনের খরা কাটাতে চালিয়ে গেলাম ছোট ছোট কিছু প্রজেক্টের কাজ, দেবশ্রীর ‘দিশা দ্য ড্রিমার’ পেজের জন্য কিছু ভিডিও বানালাম, এই সময় টিতে প্রতীকের বার বার উৎসাহ প্রদান ও দেবশ্রীর অনলস প্রচেষ্টা তে কাজ শুরু হল পুনরুদ্দমে, এবার পরিকল্পনা হল ‘হিম সংখ্যার’। এসে গেল প্রচুর লেখা, ছবি, ফটো, স্থির হয়েছিল যে সখ্যাটি বেরোবে ডিসেম্বরে, কিন্তু…

 

সত্যজিৎ বাবু তাঁর গল্পে বিভিন্ন সময় অতিপ্রাকৃতিক একটা দৃষ্টিকোণ নিয়ে নাড়াচাড়া করেছেন বেশ সফল ভাবে, আর তাঁর জন্মশতবর্ষে ও বোধহয় তাঁর আমাদের বাজিয়ে দেখার ইচ্ছে হল, আমরা কতটা দৃঢ় প্রতিজ্ঞ- তাঁর কত বড় ‘ভক্ত’ সেটা দেখতেই বোধহয় হল আমার আর একটি পরীক্ষা-

 

ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই লেখা ছাঁটাই বাছাই, শেষ, কম্পোজ হয়ে গেছে, বিজ্ঞাপনের ভিডিও রিলিজ হয়ে গেছে, শুধু অনলাইনের কাজ গুলো বাকি, পঁচিশের জন্য আমরা সবাই তৈরি, এরই মাঝে দশ তারিখের দিকে কম্পিউটার খুলে দেখি কি সর্বনাশ, প্রায় দুশো পাতার কাজ করা ফাইল টি কোরাপ্ট হয়ে গেছে, শেয়ারে কাজ করি আমরা, শেয়ারড ফোল্ডারও এম্পটি!!

 

মাথায় হাত, কিন্তু এবারে আর হাল না ছেড়ে দাঁতে দাঁত চেপে পুনরায় শূন্য থেকে শুরু করলাম, আর প্রায় পনের- কুড়ি দিনের পরিশ্রমের পর, অবশেষে…

 

যাক, এবার কাজ শেষ করতে পেরে সত্যিই মাথা থেকে বোঝা নামল।

এবার আপনাদের কেমন লাগল জানাতে ভুলবেন না যেন…

 

সত্যজিৎ রায়ের ওপর বিশেষ ক্রোড় পত্র টি ছাড়াও এবারের নিয়মিত বিভাগ গুলি মিলিয়ে শতাধিক লেখা ছবি ইত্যাদি নিয়ে হিম সংখ্যা সত্যিই জমজমাট, এছাড়া আছে একটি চমক, অসাধারণ গুনের অধিকারী স্বনামধন্য শিল্পী, আমাদের পরিবারের নতুন বন্ধু, শ্রী সৈকত সরকার থাকছেন তাঁর তৈরি কিছু অসাধারণ কাজ নিয়ে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা জানাই সর্বশক্তিমান কে।

 

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নিই বিদায়…

 

নমস্কার

 

স্বরূপ চক্রবর্তী

হরিদ্বার

১৭ই জানুয়ারী,২০২২ 








No comments:

Post a Comment

Please put your comment here about this post

Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান