ফিনিক্সের আত্মা
শিবানী বাগচী
নিস্ফলা বিস্ময় আর করুণ
উপেক্ষায়,
খাবি খাওয়া এক বুক তৃষ্ণায়
নির্বোধের মত,
রাতের ঘেঁটে যাওয়া বিছানা
সাজাই।
আঙুলের ফাঁক গলে যাওয়া নষ্ট
বসন্তগুলো,
জোছনা চোয়ানো আঙিনায় -
শীতের ঝরা পাতা বনানীর উলঙ্গ
ডালে,
যৌবন উন্মাদনায় কল্পনায় একাই
দোল খায়!
আস্তিনে লুকিয়ে রাখি ;
একমুঠো কালসিটে রঙা অনাহারী
মেঘ,
জমাট বাঁধা নির্দায়ী শব্দের !
আহত বাতাসে, শালিকের
ভাঙা ডানায় -
পাঁজরের ভাঁজে যন্ত্রনাগুলো
ওঠা নামা করে অভিমানে ।
উদাসী বেলার ঝরা পাতার
নিঃসঙ্গতা বয়ে বেড়াই,
গুন গুন বিমর্ষ উদাসী গানে
অমলিন সুর তুলে।
উপেক্ষিত প্রহরের ভাঁজ করা
পান্ডুলিপির,
ধূসর পাতার বিদীর্ণ বুকে -
আজও শুনি হারানো রূপকথার
মর্মরিত দীর্ঘশ্বাস।
চুঁইয়ে পড়া নোনা জল আর
নৈঃশব্দের আর্তনাদ,
আঙুল চোবানো ব্যর্থতায় সহাস্যে
দুহাত বাড়িয়ে,
মৃত্যুর সরু গলির মোড়ে -
ফিনিক্সের আত্মা খুঁজি শব্দহীন
অক্ষরে !
| বর্ষ বরণ সংখ্যা-১৪২৯ | aleekpata.com | 29th Edition |
| ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |
| Bengali New Year, 2022 | April-June 2022 | Fifth Year Third Issue |
| © All Rights Reserved by The Editor and The Publisher |
| a DISHA-The Dreamer Initiative |
No comments:
Post a Comment
Please put your comment here about this post