কবিতা-নিয়মিত
কুমায়ুনের বসন্ত স্মৃতি
অলোক মুখোপাধ্যায়
তোমাকে দেখেছি এক বসন্ত
প্রভাতে
কুমায়ুনীগন্ধ মাখা লাল রডডেন্ড্রন হাতে ,
ভোরের হলুদ নরম আলো
মসলিন- চিকন সফেদ কুয়াশা ভেদ করে খেলেছিল হোলি
তুমিও বাহারি রঙ মেখেছিলে
পাহাড়ি আদতে
বাসন্তী-শিহরণ লেগেছিল শরীরী
ভাঁজে, মনের
পরতে
এখানে বসন্ত নামে-শাল-মহুয়ার
ডালে, অশোকে-কিংশুকে
,
তুমি ফিরে ফিরে আসো
রডডেন্ড্রন হাতে
ফেলে আসা স্মৃতির আলোকে
| বর্ষ বরণ সংখ্যা-১৪২৯ | aleekpata.com | 29th Edition |
| ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |
| Bengali New Year, 2022 | April-June 2022 | Fifth Year Third Issue |
| © All Rights Reserved by The Editor and The Publisher |
| a DISHA-The Dreamer Initiative |
No comments:
Post a Comment
Please put your comment here about this post