সম্পাদকীয়- নববর্ষ সংখ্যা-১৪২৯
(
নব বরষে নবীন হরষে এপ্রিল ২০২২-জুন ২০২২ )
নমস্কার বন্ধুরা,
আপনাদের
সকল কে জানাই শুভ
নববর্ষের শুভেচ্ছা- আর একবার।
কথামত আজ বিশ্বকবির জন্মদিন- 'রবি'বার এ উপস্থিত হলাম অলীকপাতার বাংলা নববর্ষ
বিশেষ সংখ্যা নিয়ে।
দিন
রাত মাস পার করে আরও একটা বছর ফুরিয়ে নতুন বছরে পৃথিবী দিল পা, কিন্তু,
ক্যালেন্ডারের তারিখ ছাড়া সত্যিই কি আর কিছুর বদল হ'ল? না। কিছুই বদলায়নি, সেই একই
জং ধরা আচরণের পুনরাবৃত্তি, হ্যাঁ, নতুন
হয়েছে বইকি, বিগত দিনের মারণ রোগের ভয়টা একটু গা সহা হয়ে
যেতেই আরও কিছু পুরাতন ভীতি, বিশ্বময় যুদ্ধের রূপ ধরে দরজায়
দাঁড়িয়ে, পরিণতি পুরাতন, পন্থা নতুন,
কিংবা সেটাও একই।
তবে, কি কিছুর আশাই আর বাকি নেই? ভয় ভীতি ধ্বংসের নিয়মিত পুরাতন অভ্যাসের
সাথে নতুন কিছু সৃষ্টির অভ্যাসটিও তো পুরাতন, তাই না?
তাই, সেই ধারা বজায় রেখেই অলীকপাতার এবারের
নিবেদন-বিশেষ নববর্ষ সংখ্যা, " নব বরষে-নবীন
হরষে"।
লেখক-পাঠক
যুগলবন্দীর মিলনক্ষেত্র অলীকপাতার এবারের সংকলন টি আপনাদের ভালো লাগবে আশাকরি।
সবাই
পড়ুন, বন্ধুদের পড়ান, সপরিবারে ভালো থাকুন,
সৃষ্টিতে মাতুন।
ইতি
স্বরূপ
চক্রবর্তী
হরিদ্বার
২৫শে
বৈশাখ ১৪২৯
No comments:
Post a Comment
Please put your comment here about this post