কবিতা
আমার অর্বাচীন দুঃখগুলো
ভুবন সরকার
আমার অর্বাচীন
দুঃখগুলো কবিতা হতে পারে
হতে পারে অনেক
কিছু যদি হতে দেয়া হয়
ইচ্ছের পতঙ্গগুলো
কীটনাশকের প্রভাবে বিমর্ষ
সাধ্যের সীমানা
পেরিয়ে গেছে প্রত্যাশার রোদ
ভালোলাগা স্থান
করে নিয়েছে নিষিদ্ধ পণ্য তালিকায় ।
যন্ত্র বিভ্রাটে
সময় এখন উল্টো পথে ছুটছে
কথারা নিঃশব্দে
পেরিয়ে যাচ্ছে যোজন পথ
হতাশার কালো
ধোঁয়ায় মুখ ঢেকেছে পূর্নিমার চাঁদ
এখানে মধ্যাকর্ষ
শক্তি বলে কিছু নেই
সব কিছু কেমন
বিবর্ণ, পাংশু মুখে ভাসমান ।
ভবিতব্য টবিতব্য
নিছক নির্জীব শব্দ মাত্র
অসাম্যতাই এখানকার
সর্বসম্মত ব্যবস্থা
আমার অকৃতজ্ঞ
জীবনযাপন নিয়ে প্রতিদিন সভা হয়
শব্দের নিঃষ্প্রাণ
দেহ আগলে আছে নির্বাক পান্ডুলিপি
আমার চৌকাঠ পেরিয়ে
স্বাবালক হতে কবিতা বড্ড ভয় পায় আজ ।
আমার অর্বাচীন
দুঃখগুলো কোনদিনও কি কবিতা হবেনা?
কিংবা আমার অস্থির
সময়ের সংলাপ?
কবিতা হবে না
আমার যন্ত্রণার হা-হুতাশ?
মানবতার বধ্যভূমিতে
দাঁড়িয়ে অমানবিক প্রহরীর দল
কি অদ্ভুত দ্যাখো
অসংখ্য কবিতার লাশের বুকে অধ্যাদেশের নির্মম সীলমোহর ।
No comments:
Post a Comment
Please put your comment here about this post