অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Saturday, October 1, 2022

হিমশীতল - বাজি - বিদ্যুৎ মিশ্র

 হিমশীতল

বাজি

বিদ্যুৎ মিশ্র

 

ঘড়ির কাঁটায় ঢং ঢং করে জানান দিয়ে এগারো’টা কুড়ি। নিকষ কালো রাতে দুই বন্ধু এখন শহরের সব থেকে পুরনো শ্মশানঘাটে বসে। ওরা বাজি ধরেছে ভুত চতুর্দশীর সারা রাত শ্মশানঘাটে কাটাবে। মাঝে মধ্যেই বন্ধু দের সাথে এই রকম বাজি ধরে ওরা সবাইকে তাক লাগিয়ে দেয়। এবারেও তাই রাত্রে খাওয়া সেরে দুই বন্ধু এসে হাজির হলো।

বিবেক খুবই বুদ্ধিমান ছেলে, সে জানে রাতে অন্য কোনো বিপদ না থাকলেও সাপ এর ভয় থাকবেই। তাই সাথে কার্বলিক এসিড সাথে করে এনেছে। আসে পাশের’র সব জায়গায় সেটা ছড়িয়ে দিয়ে, ওখানেই বসে পড়লো। আকাশে চাঁদ নেই। কি ভীষণ অন্ধকার। দুরে একটা দুটো আলো জ্বলছে। সেটার আলোয় বেশ একটা থ্রিলার টাইপ অনুভূতি লাগছে। সন্দীপ ঐ সব ব্যাপার নিয়ে একটুও চিন্তা করে না।

বেশ বেপরোয়া ধরনের ছেলে ও ।

রাত গভীর থেকে আরও গভীর হয়ে চলল।চা রিদিকে সুনসান, একটা বাদুড় কোথা থেকে উড়ে এসে ওদের মাথার উপর চক্কর দিতে লাগলো।দুজনের চোখেই এবার নিদ্রা দেবী ভর করে এসেছে। তাই আর কেউ বেশি মাথা ঘামানোর চেষ্টা করলো না। বেশ শীত লাগছে। গায়ে চাদর টেনে বিবেক একবার চোখ মেলে চাইল।

অস্বাভাবিক কিছু চোখে পড়লো না। দূরে কোথাও খুট খুট করে একটা শব্দ আসছে। বাইরে বেশ জোরে হাওয়া বইছে তখন, বেশ অনুভব করা যায়। রাতে একটা পোকা একটানা ডেকে চলেছে, ডাকটা এখন বেশ তীব্র, কানে লাগছে।

এ সব ওদের অভ্যাস আছে। অনেক বার বাইরে রাত কাটাতে গিয়ে এই সব জ্বালা সইতে হয়েছে। তাই এই সবের মধ্যে নতুনত্ব কিছুই নেই।

হঠাৎ, কত রাত হবে আন্দাজ করা মুশকিল, বেশ কিছু দুরে মাটি কোপানোর শব্দ শুনে দুজনেরই ঘুম ভেঙে গেলো। ধড় ফড় করে বিছানা ছেড়ে ওরা বাইরে বেরিয়ে দেখলো, কিছু মানুষের জটলা। একটু অবাক হয়েই কাছে যেয়ে দেখতে পেলো একটা মৃতদেহ নিয়ে এসেছে দাহ করার জন্যে। অনেক’টা ভয় ভেঙে গেছে দুজনরেই।

বাকি রাত’টা ওদের সাথেই কাটিয়ে দেবে এই ভেবে ওরা আরও কাছে এগিয়ে গেলো। দেখল বছর দশ বারো বয়সি একটা মেয়ের মৃতদেহ। ইস কি সুন্দর ফুটফুটে দেখতে মেয়েটা। এখুনি যেন জেগে উঠবে। বিবেক আর সন্দীপ দাঁড়িয়ে সব দেখতে লাগলো।

লোক গুলো পর পর কাঠ সাজিয়ে একটা চিতা তৈরী করলো। তার উপর মেয়েটিকে শুইয়ে দেওয়া হলো।এবার মুখাগ্নি করার পালা।

একটা অদ্ভূত জিনিস এতক্ষণ কেউই খেয়াল করেনি। আর সেটা হলো ওদের সাথে কোন ব্রাহ্মণ বা পন্ডিত নেই। আবার ওদের পোশাক গুলো কেমন যেন, সবাই ইউনিফর্ম পরে রয়েছে।

বেশ অদ্ভূত লাগলো দুজনরেই।একটা কিছু চিন্তা করেই বিবেক সন্দীপ কে ডেকে বললো, “ভাই ব্যাপার খানা সুবিধের মনে হচ্ছে না। ওদের কিন্তু মৃত ব্যক্তির বাড়ির লোক কম, একটা কোনো কোম্পানির লোক মনে হচ্ছে।“

সন্দীপ তাই সন্দেহ করছিলো। বিবেক এর কথাতে সায় দিয়ে বললো,” যে ভাবেই হোক ওদের এই কু মতলব কে ভন্ডুল করতেই হবে”।

 কিন্তু কি ভাবে? ওরা দলে পনেরো ষোল জন রয়েছে। আর আমরা মোটেই দুজন, মেরে লাশ গুম করে দিলে কেউ জানতেও পরবে না। শেষে বিবেকেই একটা উপায় বার করলো।

এখান থেকে এক কিলোমিটার দূরেই একটা পুলিশ ফাঁড়ি আছে। বাইরে থেকে শ্মশানঘাটের মেইন গেট বন্ধ করে পুলিশে খবর দিলেই সব ব্যাটারা ধরা পরবে। ইস এতক্ষণ আগে এই বুদ্ধি’টা এলো না কেন।

প্লানিং মতো ওরা বাইরে বেরিয়ে এলো, বাইরে কেউ নেই। পুরো রাস্তা ফাঁকা, শুধু দুরে ল্যাম্প পোস্টের আলো জ্বলছে । মেন গেটে তালা ঝুলিয়ে ওরা দৌড়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিস্টার দত্তকে সব খুলে বললো। বেশ উত্তেজনায় ওরা দুজনেই হাঁপিয়ে উঠেছে।

এস আই ভীষণ ভালো মানুষ। সাথে সাথেই ওদের সাথে গাড়ি নিয়ে শ্মশানঘাটে এসে হাজির হলো। বাইরের তালা সেই ভাবেই ঝুলছে দেখে ওরা বেশ খুশি হয়েই ভেতরে ঢুকলো। কিন্তু হায় একি? কোথায় সেই চিতা, আর কোথায় সেই লোক গুলো। মাটি কোপানো দুরে থাক একটা কাঠের টুকরো অব্দি নেই ওখানে। বেশ অপ্রস্তুত হয়ে পড়ল দুজনেই। এ কি করে সম্ভব? নিজের চোখে ওরা সব কিছু দেখেছে।

এস আই দত্ত বেশ বিরক্ত হলো স্বাভাবিক ভাবেই। রেগে ওদের বেশ কড়া ভাষায় সতর্ক করে দিলো দ্বিতীয় বার এই রকম রসিকতা করলে জেলে ভরে দেবেন।

দুজনেই মাথায় হাত দিয়ে পাশে গাছের নীচে বসে পড়লো, দুরে তখন সূর্য উঁকি দিচ্ছে।


| শারদ সংখ্যা-১৪২৯ | aleekpata.com | 30th Edition |

| ALEEK PATA- Your Expressive World |Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Durga Puja , 2022 | July-Oct 2022 | Fifth Year Fourth Issue  |

© All Rights Reserved by The Editor and The Publisher |

| a DISHA-The Dreamer Initiative |

 

No comments:

Post a Comment

Please put your comment here about this post

Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান