কবিতা
মহালয়া
সৌম্য ঘোষ
তখন কাকভোরের
ঘুম ভাঙেনি,
দোয়েল শ্যামা
ওঠেনি ডেকে প্রভাতের
নেশায়,
ঘুম-ঘরে ভেসে
আসে আকাশবাণী
মাঙ্গলিক দ্যোতনায়,
ধন্য বাণীকুমারের
কথা, সুর পঙ্কজ মল্লিক,
বীরেন্দ্রকৃষ্ণের
জাদু কণ্ঠ পরিচিত হলো নিবিড় আত্তির বন্ধনে।
পাঠশেষে দেবীপক্ষের
পক্ষপুটে
উর্বর হয়ে ওঠে
ঊষর ঘর-
নিবিড় আলোকবর্তিকায়
।
সুর পঙ্কজ মল্লিক,
কথা বানীকুমার
জাদুকণ্ঠ ভাষণে
ভদ্র বীরেন্দ্রকৃষ্ণ।।
| শারদ সংখ্যা-১৪২৯ | aleekpata.com | 30th Edition |
| ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |
| Durga Puja , 2022 | July-Oct 2022 | Fifth Year Fourth Issue |
| © All Rights Reserved by The Editor and The Publisher |
| a DISHA-The Dreamer Initiative |
No comments:
Post a Comment
Please put your comment here about this post