কবিতা
ভিতু আমি
রবীন বসু
গাছের কোটরে
বসে হেসেছিল চাঁদ
জীবনানন্দের
পেঁচা তা দেখছিল কিনা
সেটা অনুমান-নির্ভর…
শুধু বাগানে
বেড়ার পাশে দাঁড়িয়েছিলে তুমি
আমার হাতে কোন
ফুল ছিল না, চিঠিও না
তবু ফাল্গুনের
সন্ধ্যা উৎকর্ণ …
ভিতু আমি, কাছে
যেতে পারিনি সেদিন
দূর থেকে একপলক
দেখে হারিয়েছি অন্ধকারে!
| শারদ সংখ্যা-১৪২৯ | aleekpata.com | 30th Edition |
| ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |
| Durga Puja , 2022 | July-Oct 2022 | Fifth Year Fourth Issue |
| © All Rights Reserved by The Editor and The Publisher |
| a DISHA-The Dreamer Initiative |
No comments:
Post a Comment
Please put your comment here about this post