কবিতা
নিছক মেয়েলি
সুমনা ভট্টাচার্য্য
যেসময় খসে পড়ে
মন টুপটাপ- বড়ো চুপচাপ,
যেসময় হুহু শব্দে
হাওয়া কুড়োয় ঘরের আসবাবহীন শোক,
যেসময় চোখের
ডাকনাম কুয়াশা -
পথ হারানোই তখন
দস্তুর- যেমন ঘুড়ির ভোঁ-কাট্টা;
আকাশের স্লেট
থেকে মেঘের খাঁড়ি কেটে সন্ধ্যের ফিরতি ডানা -
একসময় হোয়্যাটসঅ্যাপ
কখনো হঠাৎ-ই অনলাইন …
তবে কি…তবে কি…?
তোমার ঘরে ফেরার নিষ্পত্তি হ’ল না আজও ।
মুখ ফেরাও,
বন্ধ রাখো তোমার
ক্যানভাস, গুটিয়ে ফ্যালো ইজেল ,
মাটি দেখলেই
মনের বাগানবিলাস…
চাঁদের বেহায়া
হাসি এঁটো করে দ্যায় সবক’টি উপমা-
টেনে ন্যাও অ্যালোভেরা
রাতকুশন, মিহি শিফন অজুহাত –
এঁকে চলো পয়ারছন্দ
-
স্টিলের বাসনের
এস্রাজ, খুঁটিতে মেলা কাপড়ের বুলেটিন, কম্বলের হরিণ সোহাগ,
শুকনো লঙ্কা,
পাঁচফোড়নে সাঁতলানো নৈর্ব্যক্তিক কোলাজ যথাযথ -
অফিসের ফাইলের
বিষণ্ণ ফেরিঘাট পেরিয়ে
স্ট্রিটল্যাম্পের
আলোয় গুটোনো দিনের সরীসৃপ স্থাপত্য-
সবকিছু পেরিয়ে
চলে এসো - অসন্দিগ্ধ অ্যানাস্থেটিক শীতঘুম …
কার বুকে ক’ফোঁটা
ঝরল লাল অনর্থ - খননে নগণ্যই মজুরী;
আপেলের গায়ে
দাঁত সেই কবে এঁকেছিল ব্যাধ আর হরিনীর গল্প -
“খেয়ে নিয়েছ
তো, অফিসের আজ কেমন চাপ,
আবার শুধু শুধু
ওসব ঘুমের ওষুধগুলো…”
ভার্চুয়াল উপশম-জানোই
তো প্রস্তুত দস্তানা;
বিন্দুতাপেই
ঘটে যাবে গলনাঙ্ক, অথচ দহনাঙ্কে দ্বিধা-দ্বৈরথ,
নিভু নিভু আঁচেই
ফুটিয়ে তোলো হাঁড়ির সবকটি চাল -
ও মেয়ে – কুঁজো
থেকে গড়িয়ে নে’ অবশিষ্ট যাপন;
| শারদ সংখ্যা-১৪২৯ | aleekpata.com | 30th Edition |
| ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |
| Durga Puja , 2022 | July-Oct 2022 | Fifth Year Fourth Issue |
| © All Rights Reserved by The Editor and The Publisher |
| a DISHA-The Dreamer Initiative |
No comments:
Post a Comment
Please put your comment here about this post