কবিতা
আবার এলো আগমনী
গোবিন্দ মোদক
আকাশে মেঘ ফেনিল-সাদা
উঠোন জুড়ে টগর-গাঁদা
ফুটলো
শিউলি ফুল,
শিশির কণা ধোয়ায় তাকে
ফুলেল ভোরে পাখির ডাকে
মন করে
তুলতুল!
নদীর ধারে কাশের রাশি
ছড়ায় সাদা মোহন হাসি
প্রভাত-আলো
জুড়ে,
সোনা-রঙা রোদ ছড়ালো
আগমনীর প্রথম আলো
বছর এলো
ঘুরে!
পদ্মকলি মুখটা তোলে
আগমনীর গানের বোলে
শাপলা-শালুক
সাজে,
কুমোরপাড়া ব্যস্ত আবার
ঢাকি সাজায় ঢাকখানি তার
ঢ্যাম্
কুড়া-কুড় বাজে!
| শারদ সংখ্যা-১৪২৯ | aleekpata.com | 30th Edition |
| ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |
| Durga Puja , 2022 | July-Oct 2022 | Fifth Year Fourth Issue |
| © All Rights Reserved by The Editor and The Publisher |
| a DISHA-The Dreamer Initiative |
No comments:
Post a Comment
Please put your comment here about this post