চিঠি
সে কি তুমি
রথীন্দ্রনাথ
রায়
দূর দ্বীপবাসিনী, কি লিখি
তোমায় ?
তুমি সুমন্দ ভাষিণী ! অনেক কাল তোমায় চিঠি লেখা হয়নি। যখন থেকে মুঠোফোন হাতের
মুঠোয় এসেছে ঠিক তখন থেকেই চিঠি লেখা প্রায় বন্ধ। কাকেই বা লিখব ? চারপাশের
সবাই জেট গতিতে ফাইভ জি তে পৌঁছে গেছে। আর এখন আমি যদি চিঠি লিখতে বসি তাহলে কি সবাই আমাকে সেকেলে বলবেনা
? তাই আজ সন্তর্পণে লিখতে বসেছি একখানি
চিঠি। জানিনা এই চিঠি কিভাবে পৌঁছাবে তোমার ঠিকানায় ? কারণ তুমি তো
ঠিকানাও রেখে যাওনি ।
দূর দ্বীপবাসিনী, মনে কি পড়েনা
ওগো যবে সাগরবেলায় খেলার অছিলায়, বলেছিলে চিঠি লিখো। জানো বার বার, অনেকবার
তোমার ঠিকানা খোঁজার চেষ্টা করেছি। ভুল ভাঙল অনেক বছর পরে। বুঝেছি, তুমি
মানবী নও;
কল্পনার মানসী। শিল্পীর চেতনায় সৃষ্ট এক রহস্যময়ী। তুমি অজস্র শিল্পী, কবি, গল্পকারের
চেতনায় বিধৃত মহিমাময়ী। তুমি অব্যাখ্যাত। কবি জীবনানন্দ দাশ তোমায় বনলতা সেন বলে
ভুল করেছেন। আসলে তাঁরা কেউই তোমায় ঠিক চিনে উঠতে পারেনি। আমি ? আমিও
না। হয়তো কেউই চিনতে পারেনা। তুমি মরিচীকা, মায়া ! তবু
তুমি আছো। অন্তর, বাহিরে। খুঁজে ফিরি আলোয় আঁধারে । কখনো কখনো মনে হয় কে তুমি ? তুমিই কি সেই - সাগর বেলায় মুকুতা খোঁজার
ছলে, গান
গেয়ে হয়েছিল পরিচয় ! তারপর? তারপর কত যুগ কেটে গেছে বলো! অর্ফিয়াসের
বাঁশরী আজো খুঁজে ফেরে তোমায় ; আজও বসন্তের ফাঁকা মাঠে রাখাল বালক গেয়ে
চলে - লায়লীগো আঁখি খোলো, মজনু তোমার এসেছে ফিরিয়া।
অথবা উদাস বাউল রাঙা মাটির পথে
খুঁজে ফেরে বিরহিনী রাইকিশোরীকে !
ওরা কেউ খুঁজে পায় কিনা জানিনা।
তবু এ অণ্বেষণ চলছে, চলবেও।
জানি, দূর দ্বীপবাসিনী
,
তুমি এসব এলোমেলো কথা বুঝে উঠতে
পারবেনা। কারণ অনেক কাল তো চিঠি লেখা হয়না। জানো, এমনকি মাকেও
চিঠি লিখতে পারিনা। মায়েরও সময় নেই। দুপুরে, সন্ধ্যায় সিরিয়াল
দেখতেই ব্যস্ত। মোবাইলে খবর নিই, কেমন আছো মা। কানে আসে টিভি থেকে কে একজন
মহিলা বলছে, টাকা ছাড়া কি ভালো থাকা যায় ?
তোমার কি মনে হয়,দূর
দ্বীপবাসিনী?
টাকা
ছাড়া ভালো থাকা যায়না ? তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। চিঠি
লিখো মোরে। ইতি মোসাফির।
রথীন্দ্রনাথ
রায়
Rathindranath Ray
Vill Po Gidhagram
Purba Bardhaman
Pin 713143
| নববর্ষ সংখ্যা-১৪৩০ | aleekpata.com | 31 st Edition |
| ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |
| Bengali New Year 2023 | April-July 23| Sixth Year First Issue |
| © All Rights Reserved by The Editor and The Publisher |
| a DISHA-The Dreamer Initiative |
No comments:
Post a Comment
Please put your comment here about this post