অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Thursday, June 1, 2023

চিঠি- প্রিয়তমাষু - সুবীর কুমার ঘোষ

 চিঠি

সম্পাদকের কথাঃ



 

এই চিঠিটি একটি সত্যিকারের চিঠি, সুবীর বাবু -  এক অবসরপ্রাপ্ত বায়ু সৈনিক, কর্মভূমি থেকে জন্মভূমিতে প্রিয়তমা কে লেখা ওঁর সেই চিঠিটির সাথে আমাদের দফতরে লেখা চিঠিটিও আপনাদের সাথে ভাগ করে নেবার লোভ সামলাতে পারলাম না…

 

[ সুপ্রিয় সম্পাদক,

নমস্কার!

আমার নাম সুবীর কুমার ঘোষ! আমি একজন অবসর প্রাপ্ত ভারতীয় বায়ু সৈনিক! ফেসবুক থেকে আপনার পত্রিকার আগামী সংখ্যার ব্যাপারে জানতে পারলাম! আমি যে সময় Air Force-এ ছিলাম তখন চিঠি লিখেই বাড়ীর সাথে যোগাযোগ রাখতে হোতো! আমি 1996-এ শ্রীনগর থেকে লেখা একটা চিঠি কিছুটা ছোটো করে আপনার কাছে পাঠাচ্ছি! ভালো লাগলে আপনার পত্রিকায় স্থান দেবেন। ]


প্রিয়তমাষু

সুবীর কুমার ঘোষ

 

ওঁ

শ্রীনগর

২৫/০২/১৯৯৬

প্রিয়তমাসু,

আমার হৃদয়ের সমুদ্রচ্ছাসে ভরা উষ্ণ ভালোবাসা আর আদর মাখা পরশ দিয়ে তোমার মনের কোনে জমে থাকা দুঃখ এবং হৃদয়ের অভিমানের পর্দাকে সরিয়ে দিয়ে খুশির ঝলমলে আলোকে উদ্ভাসিত করার প্রয়াস করছি।

আমাদের ছোট্ট বাবাটাকে আমার হয়ে অনেক অনেক অনেক আদর করে দিও।

আজ বিকালে তোমার অভিমান ভরা চিঠিটা পেলাম। এখানে এখন প্রচন্ড বরফ পড়ছে, খুবই ঠান্ডা। সৈনিকের ছুটি নেই তাই সব সহ্য করে ডিউটি করতে হচ্ছে। আগামী মাসে তো বাড়ী আসছি, আর তো মাত্র কটা দিন। সেই কারনেই চিঠি পাঠাই নি। হয়তো তুমি এগুলোকে অজুহাত বলবে কিন্তু বিশ্বাস করো লক্ষীটি  আমার প্রতিটা কথা সত্যি।

তুমি তো বাড়ীতে সবার সাথে আছো, আর আমি কত দূরে একদম একা। খুব কষ্ট হলে পকেট থেকে তোমাদের ফটো বার করে দেখে দুধের সাধ ঘোলে মেটাই। সাথে সাথে কষ্ট টা অনেক কম হয়।

জানো সাথী কাল মাঝ রাতে ঠিক সময় কটা হবে জানিনাআমার ঠোঁটে একটা কোমল স্পর্শ পেলাম অন্য একটা ঠোঁটের এবং মাথার চুলে পেলাম নরম হাতের ছন্দবদ্ধ আঙুলের স্পর্শ আর তাতেই ঘুমটা ছানার মত কেটে গেলো এক স্বর্গীয় অনুভূতিতে। জেগে গিয়ে দেখার চেষ্টা করলাম সেই মোহময়ীকে, অনুভব করলাম প্রিয়তমার চিন্তা স্বপ্নে বাস্তবে রূপায়িত হয়েছে।

তারপর বৃথা ঘুমানোর চেষ্টা করতে করতে মান্না দের সেই বিখ্যাত গানটা মনে পড়ে গেলো "নিশি নিঝুম ঘুম নাহি আসে, হে প্রিয় কোথা তুমি দূর প্রবাসে"।

এই মুহূর্তে কালিদাসের একটা উক্তি মনে পরে যাচ্ছে - "ভালোবাসা জিনিসটা ভোগ করতে না পারলে তার প্রতি স্নেহটা প্রগাঢ় প্রেমে পরিণত হয়।" আমার হৃদয়ের প্রবল জ্বলোচ্ছাসকে সংযমের বাঁধ দিয়ে আটকে রেখেছিলাম দীর্ঘ বিরহের পর মিলনের মুহূর্তে তোমায় সেই স্রোতে ভাসিয়ে নিয়ে যাবো বলে। কিন্তু তোমার সবুজ হৃদয়ের দুঃখের খরাকে দমন করতে সেই বাঁধকে এক মুহূর্তের জন্য খুলে দিতে হলো। খুলে তো দিয়েছি কিন্তু এতো প্রবল জলস্রোত যে কিছুতেই আর খোলা মুখটা বন্ধ করতে পারছিনা। তুমি সাঁতার জানো তো??

আমার গভীর ভালোবাসায় ভরা একটা চুম্বন তোমার উদ্দেশে ছুঁড়ে দিতে গিয়েও স্বযত্নে তুলে  রাখলাম বাড়ী গিয়ে দেবো বলে।

সব যদি এখনই বলে দিই দেখা হলে কি বলবো তাই অতি কষ্টে সংযমের বাঁধটাকে দৃঢ় করে কলমের লাগাম টানতে বাধ্য হচ্ছি।

তোমায় আমার গভীর ভালোবাসা জানিয়ে আমারই লেখা একটা কবিতা দিয়ে এখনকার মত ইতি টানছি!


*শুধু তোমার জন্য* 

আমি আকাশের কাছে প্রার্থনা করি স্নিগ্ধ চাঁদ

শুধু তোমার জন্য।

আমি চাঁদের কাছে প্রার্থনা করি চন্দ্রিমা

শুধু তোমার জন্য।

আমি মেঘের কাছে প্রার্থনা করি বৃষ্টি

শুধু তোমার জন্য।

আমি ঋতুর কাছে প্রার্থনা করি রঙিন বসন্ত

শুধু তোমার জন্য।

আমি সাগরের কাছে প্রার্থনা করি প্রবল জলোচ্ছাস

শুধু তোমার জন্য।


শুধু তোমার তোমার তোমার তোমারই জন্য।

 

ঐ আকাশের কাছে,

চাঁদের কাছে,

মেঘের কাছে,

ঋতুর কাছে,

সমুদ্রের কাছে-

এই অবেলায়, নির্জনতায়

প্রার্থনা করি

শুধু তোমারই জন্য।

 

আমি তোমার কাছে প্রার্থনা করি

নিঃস্বার্থ ভালোবাসা

শুধু আমার, শুধু আমারই জন্য।


আর আমি?

 

সে তো শুধু তোমার তোমারই জন্য !

 

 

সাবধানে থেকো, আমার জন্য ভালো থেকো...

 

                                          ভালোবাসান্তে,

                                             তোমার আমি

 

পুনশ্চ- একটা কথা জানাতেই ভুলে গেছিলাম! আমার সার্ভিস কোয়াটারের জন্য নাম এসে গেছে! বাড়ী যাবার আগেই চাবি পেয়ে যাবো! তোমার এখানে আসার জন্য জম্মু পর্যন্ত ট্রেনের এবং জম্মু থেকে এখানে আসার প্লেনের টিকিট করে নিয়েছি! পুঁচকে বাবার প্রথম জন্মদিন পালন করেই তোমাদের এখানে নিয়ে আসবো! এবার নিশ্চয় কালো মেঘ সরে গিয়ে মুখে চাঁদের হাসি ফুটেছে! আর মাত্র পঁচিশটা দিনের অপেক্ষা...

 

 

১৫০/১৩ নতুন গ্রাম রোড,

পোস্ট :- শ্যামনগর

জিলা :- উত্তর ২৪ পরগনা

সূচক :- ৭৪৩১২৭

পশ্চিমবঙ্গ

| নববর্ষ সংখ্যা-১৪৩০ | aleekpata.com | 31 st Edition |

| ALEEK PATA- Your Expressive World |Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year 2023 | April-July 23| Sixth Year First Issue |

| © All Rights Reserved by The Editor and The Publisher |

| a DISHA-The Dreamer Initiative |

No comments:

Post a Comment

Please put your comment here about this post

Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান