অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Thursday, June 1, 2023

চিঠি - মেঘপিওন - মধুরিমা ব্যানার্জ্জী

 চিঠি

মেঘপিওন

মধুরিমা ব্যানার্জ্জী




            এবারেও বেরিয়ে পড়েছিল সোহম ও ইন্দ্রাণী। বছরের ছুটিগুলো হিসেবে বরাদ্দ থাকলেও ওরা নিজেদের মতন করে সেটার হিসেব মিলিয়ে নেয়। আসলে হিসাবই জীবন। একসময় ইন্দ্রাণীকে সোহম অনেক চিঠি লিখেছে। তখন প্রথম লাইনেই ‘বৃষ্টি পড়ে এখানে বারো মাস’ থাকত। সোহমকে অবশ্য ইন্দ্রাণী পছন্দ করেছিল বেশ খানিকটা পরেই। কলেজ লাইফে ছিল অভয়। সিনেমার নেশা অভয়কে টেনে নিয়ে গেল। অভয়কে অনেক চিঠি লিখত ইন্দ্রাণী, সে সব অতীত। অভয়ের প্রতি দুর্বলতা অল্প আঁচ পেলেও সোহম ওটা কখনও ঘাঁটায়নি। ভেবেছে পরে সবুর করে শুনবে একদিন। সেই পর টা আর আসেনি। বিয়ের তিন বছরে সোহম অনেকখানি বদলে গেল। আর এই রুঢ় সোহমকে ইন্দ্রাণী আদৌ চেনে কিনা এই গোলোকধাঁধায় ঘুরে বেড়ায়। যে সোহম দশ বারে একবারও রাগ করত না, সেই সোহম আঙুল তুলে কথা বলতেও পিছপা হয়না। এসব ইন্দ্রাণীর সয়ে গেছে। এরই নাম সংসার। যে সয়, সে রয়। সোহম এবার ছুটিতে নিজের কাজ নিয়ে বেরিয়েছে। ড্রাইভ করে দার্জিলিং, সেখান থেকে কিছু কাজ সেরে নেবে। পথিমধ্যে শ্যুটিং এর একগাদা লোক দেখে গাড়ি থামাল সোহম। ইউনিটের লোক বলল, আর্টিস্টের গাড়ি খারাপ হয়ে গেছে, যদি লিফট দেন, উনি খুব ভদ্র। কার্ড চালান হতেই ইন্দ্রাণী নাম পড়ে নেয়, অভয় রায়।

 

            গা টা একটু শিউরে উঠল ওর। সোহম অবশ্য নাম পড়ে কিছুই বোঝেনি। সানগ্লাসটা পরে নিয়েই অভয়কে নমস্কার ভঙ্গীতে বসুন বলায়, অভয়ের জিজ্ঞাসু চোখ বসে পড়ে। গাড়ি চলতে টুকটাক আলাপচারিতায় আসর জমে ওঠে। মধ্যিখানে গাড়ির তেল বাধ সাধল। সোহম গেল তেল আনতে। অভয় নিভৃতে নেমে ছবি তুলতে লাগল। ইন্দ্রাণীও নেমে পড়ল গাড়ি থেকে। চিঠিগুলোর উত্তর দাওনি কেন? সরাসরি ইন্দ্রাণী প্রশ্ন করে। অভয় হেসে বলে, দিয়েছি। তুমি তখন বালিগঞ্জের ঠিকানায়। বালিগঞ্জের কথা শুনে মুখ হা হয়ে যায় ইন্দ্রাণীর। ওটা ওর শ্বশুরবাড়ি। বলল, তুমি জানলে কিভাবে আমি ওখানে থাকি? অভয় জানাল, সে বিয়ের নিমন্ত্রন পেয়েছিল। ইচ্ছে করেই আসেনি । সোহম ভালো পাত্র। সরকারী চাকুরে, ওর ভালো হিল্লে হল। ইন্দ্রাণী বলল, আজও যে ফাঁকটা রয়ে গেছে। কবিতা ও চিঠি শোনার ভাল লোকের অভাব। ভালো কবিতা ট্রান্সলেন করে শুনতে শুনতে সে ঘুমিয়ে পড়ে। অভয় সেই সময় একটু সাহস দেখালে আজ হয়ত সবটা নিজের করে পেতাম। অভয় বলল, ধরতে চেয়ো না মুঠোয়, সবই হারিয়ে যাবে, আমি ফিনিক্স পাখি। কথাগুলো আড়াল থেকে শুনছিল সোহম। চোখের কোনায় জল চিকচিক করছিল একটু। একে কি হিংসা বলে? আসলে ইন্দ্রাণীরও খোলা আকাশের বড় স্বাদ। আর ওর খোলা আকাশ হল অভয়। চিঠিগুলো লুকিয়ে পড়েছিল সোহম। ইন্দ্রাণীর প্রথম প্রথম শ্বশুরবাড়িতে অসুবিধা, সোহমকে প্রেম করেও পুরো মেনে না নেওয়া। কিন্তু ভুল ঠিকানায় যাওয়ার জন্য চিঠিগুলো বারবার ফিরে এসেছে। ভুল হয়েছে ভারি। তবে ইন্দ্রাণী একটা কবিতার লাইন মাঝে মাঝে পড়ে। ওর কি অভয়ের কথা মনে পড়ে? কে জানে।

 

                        বৃষ্টি পড়ে এখানে বারোমাস,

 

 এখানে মেঘ গাভীর মতন চলে,

 পরানমুখ সবুজনালী ঘাস।‘

 

 

            ভাবনায় ছেদ পড়ে সোহমের। অভয় বলে, আরে তুমি চলে এসেছ? আপনি থেকে এক ঝটিকায় সমাপতনে অবাক হয় সোহম। মুহূর্তের ভুল? নাকি সোহমকে জানিয়ে দেওয়া? ইন্দ্রাণী একটুও না ঘাবড়ে পুরনো গল্প-গুজবে ফিরে চলে। হঠাৎ সোহম বলে বসে, ইন্দ্রাণী এই ট্রিপটাই সারপ্রাইজ দিই তোমাকে। অভয়কে যে চিঠিগুলো তুমি দিতে চেয়েছিলে, আজ হাতে হাতে দিয়ে ফেল। মুহূর্তে সবার মুখ ম্লান। ঘাবড়ে যাওয়া ইন্দ্রাণী কিছু বলার আগেই সোহম বলে, জীবনে অনেক উড়ো চিঠি থাকে, যাকে বন্ধ করে বাক্সে রাখলে দমবন্ধ হয়ে আসে। তাই সেই চিঠিদের মুক্ত করো এই মেঘপিওনের হাত ধরে। ওদের আবেগের খুশিটা মেঘ পিওনকে বোধহয় খবর পাঠালো।

  

 মধুরিমা ব্যানার্জ্জী

 ভাটরাপল্লী, পোস্ট অফিস নবপল্লী,  জেলা উঃ ২৪ পরগণা, কোল – ৭০০১২৬


| নববর্ষ সংখ্যা-১৪৩০ | aleekpata.com | 31 st Edition |

| ALEEK PATA- Your Expressive World |Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year 2023 | April-July 23| Sixth Year First Issue |

| © All Rights Reserved by The Editor and The Publisher |

| a DISHA-The Dreamer Initiative |


No comments:

Post a Comment

Please put your comment here about this post

Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান