কবিতা
পাশা
প্রদীপ্ত সামন্ত
Image Source : Internet |
পাশা খেলছে শকুনি ঘরের উঠোনে
চায়ের দোকানে, মদের ঠেকে,
মোড়ের মাথায় চৌরাস্তার বাঁকে,
অফিসে আদালতে।
আমরা যুধিষ্ঠির-বসে থাকতে থাকতে
মাঝে মধ্যে বদ খেয়াল চাপে,
কি করি,কি করি-একদান হলে
ভালো হয় এই ভর সন্ধ্যা দুপুরে।
চুলকে ঘায়ের মত চিড়বিড়ে অশান্ত
যুধিষ্ঠির পার্টনারের আশায়
তাকিয়ে এধারে ওধারে-
ওৎ পাতা শকুনিও জুটে যায়।
এখন ওপারে অদৃশ্য পুরুষ নারী
দান খেলে -ছক্কা পাঞ্জা কূট
দুরি, তেরি -রুহিতন, ইস্কাপন
লাখ ভেলকি লাক -লা লেগে যা...
তারপর যা হয় আর কি -ঘটি বাটি
বাড়ি বন্ধকী দিয়েও ক্ষান্ত হই না ;
ইজ্জতের কথা না ভেবে -উৎরাতে
বাড়ির মেয়ে মানুষে দান ধরি ....
যুধিষ্ঠির শকুনির এই শখের পাশা
নিজেদের ধ্বংস তো করেই
উপরন্তু লক্ষাধিক অক্ষৌয়িনী সেনা
দেশের মানুষেরে বিপদে ঠেলে..।
| ALEEK PATA- Your Expressive World | Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |
| Bengali New Year 2024 | April-24 | Seventh Year First Issue |
| © All Rights Reserved by The Editor and The Publisher |
| Published By : Aleek Publishers- www.aleekpublishers.com |
| a DISHA-The Dreamer Initiative |
No comments:
Post a Comment
Please put your comment here about this post