জীবন যাপন
রাণা চ্যাটার্জী
দেখা হয় পরিচয়, জানি কেউ কারো নয়
কৃত্রিম ব্যবহারে অচেনাতে পিছু ভয়।
তবু রোজ পথে যাই, মুখ চেনা কত ভাই
সমস্যা এলে পরে, চিনচিনে ব্যথা বাড়ে।
কথা হয় দরকারে, স্নেহ মায়া সংসারে।
ভরসায় নামি পথে, জীবনের জয় রথে,
এ জীবন সংসার-পরিচয়ও দরকার,
সমাধানের সন্ধান-সমস্যায় ছারখার।
কেটে যায় দিনটা,আকুল হয় মনট,
কত কিছু যে চিন্তা, খাবি খায় প্রাণটা
টক ঝাল মিষ্টিতে স্বাগতমও নোনতা।
সময়ের অভাবে,চলাফেরা এ ভাবে
পরিচয় বেড়ে চলে মানুষের স্বভাবে।
আজ গৃহ বন্দি,মারণের ফন্দি
ঘরে বসে ক্লান্তি,দেখা নেই মনে শান্তি।
চাই না এ নিরালা, শুধু খোলা জানালা
কাটে দিন হয় ভোর, ফেকপোস্টেও খবর
শুনশান এ রাস্তা জীবন নয় সস্তা,
নেয় খোঁজ কে রোজ অভিমান বস্তা।
কেউ কারো জানি নয়, পরিচয় তবু হয়
অদ্ভুত ভালো লাগা শান্তির বিনিময়।
হারিজিতি নেই ক্ষতি, পরিচয়ে সম্প্রীতি,
পথে ছুটি দিবারাতি, আনন্দে কত মাতি।
পাশে থেকো প্রতিদিন, পরিচয়ে ভরসা
আজ হোক লকডাউন, শীত বা বর্ষা।
মাঝে মাঝে আসে ক্ষয়, কখনো অভিনয়
এ জীবন শেষ নয়,দরকারে অনুনয়,
হ’লে হোক মনে ভয়,চিন্তার অবক্ষয়।
ভালো করে দেখো চেয়ে, সম্পর্ক পথ বেয়ে
দগ্ধ এ জীবনে তবু হয় পরিচয় ।