মায়ের ভাবনায়
শম্পা সান্যাল
(১)
আবার তুই ফ্রিজে হাত দিয়েছিস?
___কখন!!
___কখন
না! ছিছিছি। আমি জানি একটু কোল্ডড্রিংকস
আছে। তীর্থকে এই গরমে দিতে গিয়ে দেখি নেই!
___আঃ,আআআ
___আরে কি
হলো কি বৌমা?
মারছো কেন?
___বাবা, দিন কে দিন এতো অসভ্য
___আরে ,করেছেটা কি?
___এত্তো
পাজি, খেয়ে
বাইরে রাখ্।তাহলেও তো চোখে পড়তো। খেয়ে খালি বোতল সাজিয়ে রেখেছে। দেবো একেবারে
___আরে, ছাড়ো ছাড়ো। আচ্ছা, দিদিভাই এরকম আর করো
না কেমন!
___যাঃ, বই নিয়ে বোস্।
___এখন!!
___চ্চুপ!
কোনো কার্টুন টার্টুন না,
সব বন্ধ। অসভ্য মেয়ে। রাগে গজগজ করতে করতে মিত্রা অন্য কাজে ব্যস্ত হয়।
শ্বাশুড়ি উপর থেকে নীচে নামতে নামতে শুরু করেন,
___ঠাকুর ঘর
থেকে শুনছি,
কি করেছে দিদুন?
___হ্যা, হ্যা, পুজোয় তাহলে কেমন মন
বোঝাই যাচ্ছে!!
___কথা শুনলে
পিত্তি জ্বলে যায়। নীচে কুরুক্ষেত্র হলে আওয়াজটা উপরেই বেশি যায়, বুঝেছেন!! কানে কালা
সে আবার
___কানে
কালাই হয়,
কানা নয়। বলো দিদিভাই!
____হিহিহি,
___আহা, এই তো বকা খেয়ে
কাঁদছিলেন,
এখন দ্যাখো ঠাকুরদার সাথী হয়ে কেমন হাসি বেরোচ্ছে! এই বকা খেলি কেন?
__মা মেরেছে
___তা কেন
শুনি!
___ঐ
কোল্ডড্রিংকস
___বৌমার
সবেতেই বাড়াবাড়ি। বাড়িতে বাচ্চাকাচ্চা বলতে তো একটিই। সে খাবে না তো
___মা! এভাবে
প্রশ্রয় দেবে না।
___কিইই!
প্রশ্রয় দিচ্ছি! বাড়ির মেয়ে,
বাড়িরটাই খেয়েছে। অন্যের বাড়িতে চুরি করে খেয়েছে নাকি! বেশ করেছে।
___বাঃ, ভালো। এরপর শুনবো
মায়ের কোনো শিক্ষাই নেই। যেমন মা তেমনি ছা__
, কিচ্ছু বলবো না আর।
___না বাবা, তোমাদের মেয়ে তোমরাই
শাসন করো। আমাদের তো আর
___আঃ, তুমি তিলকে তাল করছো!
বৌমা যেটা বলছে
___ওঃ, আমি তাল পাকাচ্ছি!
বেশ। বলে যাও।
শ্বশুরমশাই__উফফ্।
বয়সের ফারাকটাই আছে। নাতনি- ঠাকুমা সব এক।
___আচ্ছা মা, সবটাতো শুনলে না।
নাতনির পক্ষ নিয়ে বলতে শুরু করলে।
__শোনার কি
আছে। কোলড্রিংঙ্কস খেয়েছে, এইতো!
___না। খাক্।
কিন্তু লুকিয়ে খাবে কেন। কেউ কি বারণ করবে?
___আশ্চর্য
কথা বলোতো বৌমা। বাড়ির মেয়ে
___না।
বাড়ির মেয়ে হলেও আমাদের কাউকে বলতে পারতো। বেশ বলেনি, বলেনি। খালি বোতলটা
জায়গায় রাখাটা
___বাবা!!
মানে তুমি বোঝাবেই যে
___হ্যাঁ, ছোট থেকেই শিখতে শিখতে
বড়ো হয়ে ওঠে সবাই। ভালো- মন্দ বোধ ওদের থাকে না তাই সেটা আমাদেরই
___দ্যাখো, তোমার শ্বশুরের স্নান
হয়ে গেল বোধহয়
___হ্যাঁ, দেখেছি। দিচ্ছি।
(২)
___খোকা এলো
নাকি বৌমা?
___হ্যাঁআআ
অরুণ ঘরে ঢুকেই মেয়ের খোঁজে, মেয়েও বাবা-অন্ত তবে আজ মায়ের বকুনির জেরে পড়া ছেড়ে উঠে
আসতে সাহস পায়নি।
___পিপ্ পিপ্
তাড়াতাড়ি! কোথায়!
___আবার!
আবার খেলনা কিনে এনেছো?
___আরে বাবা, অনেকদিন পরই তো আনলাম।
বলছে ক'দিন ধরে।
___অনেকদিন!
পনেরো দিনও হয়নি।
__ধুরর্, ওতো মেলা থেকে কি
ছাইছাতা কিনলো
___ছাইছাতা!!
ওগুলো কি খুব সস্তা! আর একটা বাচ্চার কাছে খেলনাটাই বড়, দামী কি
___আরে!
ছাড়ো না!
___বাবাই
___পড়া হয়ে
গেছে?
___না, বাকীইই
___তাহলে
তাড়াতাড়ি সেরে ফেলো। তারপর
___তারপর কি
বাবাই ?
___উঁহু, এখন বলবোওও নাআআ।
___বলো না, বলো না প্লিজ
___কিচ্ছু
দেবে না ওকে। একটা কথাও শোনে না।
___হ্হ্যা, সেকি! কি করেছো আজ
আবার!
___এখন যদি
কাশি শুনি না! দেবো দু ঘা
___উফফ্, খোকা রে! তোরা তিনজন
ছিলি আর বৌমা তো একটাকে নিয়েই অস্থির।
___মা, আমাদের সময় আমরা
বড়দের যথেষ্ট ভয় পেতাম। আমরাও তো চার ভাইবোন! কেউ অবাধ্যপনার সাহস দেখায়নি তো।
___বাবারে
বাবা, আরে
করেছেটা কিইই?
___কি আবার!!
ঐ ফ্রিজ থেকে...... শ্বাশুড়ি সুন্দর ব্যাখ্যা দিলেন।
অরুণ___দ্যাখো, এসব দুষ্টুমি সব
বাচ্চাই করে একটুআধটু। অতো ধরো না।
মিত্রা বলে __দুষ্টুমি
নিয়ে বলছি না। ওর এই বুদ্ধিটা আমার ভালো লাগেনি। খেয়ে খালি বোতলটা ঢুকিয়ে রাখা, উঁহু
___বৌমার
মাথায় একটা কিছু ঢুকলেই হলো! এতো বাড়াবাড়ি
___সেই!
অরুণ___ভেবোনা।
বকা খাবার ভয়ে করেছে। আমরাও কি কম দুষ্টু ছিলাম! এখন আর ওরা সে সুযোগ কোথায় পায়
বলো!
___বাবাই, হয়ে গেছে।
___
বাঃ হয়ে গেছে!
___দ্দাওও।
তাহলে এরপর __
___বোঝো!
একটা হাতে পেতেই! নতুন খেলনা পাওয়ার আনন্দ নেই!! পর পর খেলনা কিনে দেওয়া! মূল্য
বুঝবে! নষ্ট করছে,
আবার পেয়ে যাচ্ছে। এই আস্কারা পেতে পেতে দেখো চাহিদা কোথায় যায়!
মনখারাপ করে মিত্রা
ঘর লাগোয়া ছোট্ট ব্যালকনিতে এসে দাঁড়ায়। অসম্ভব। পিউ তো একটা নরম মাটি। ওকে
সুন্দর করে গড়ে তুলতে তো পরিবারের সবাইকে চাই। খারাপ কেউ চায়না কিন্তু ধুর্। যা হবে, হবে।
(৩)
রুনু এসেছে। বাড়িতে বাচ্চাদের হৈচৈ সরগরম করে রেখেছে।
___চলে এসো
সবাই। শিগ্গির শিগ্গির
___কি দিচ্ছো
বৌদি ওদের?
___কাস্টার্ড।
তোকেও দেবো।
___না গো, আমি একটু চা খাবো।
রাতে খাবো কাস্টার্ড। কিন্তু রিম্পি বুম্বা কি খাবে! তুমি ম্যাগি করে দিতে পারতে।
___কি সবসময়
ম্যাগি ম্যাগি করিস! আজ খাক্,
নাহয় ;
কই, কি হলো, চলে এসো। পিউউউ
___এটা কি
মানি?
___খাও।
বলোতো খেয়ে কেমন হয়েছে!
___আমি
খাবোনা
___আমিও। ও
মাআআ
___দ্যাখ্ না
খেয়ে।
___বৌদিকেতো
আমি বললাম। ম্যাগি হলেই ওদের হয়ে যায়।
___রোজ রোজ
ওগুলো খাওয়া ভালো নাকি!
___বৌমা, ম্যাগি নেই?
___আছে। এটা
তো ওদের জন্যই বানালাম।
___তুমি
তাহলে
___সব
খাওয়ার অভ্যাস করতে হয়। কোথায় কখন
___আঃ, বৌমা! এই তোমার বড়
দোষ! তুমি যেটা বলবে,
সেটাই ঠিক। ওদের আর তোমার এই দুদিনে কিছু শেখাতে হবে না। ওরা যা চাইছে
___আঃ মা!!
বৌদি তো ঠিকই বলছে। ওদের এতো বায়না!
___আচ্ছা, একটু মুখে দিয়ে
দ্যাখো তো!
___খা না দি'ভাই। খুব ভালো রে।
মিত্রা মনে মনে ভাবে,ছোটর থেকে
এতো মতামত! খাবে না তো খাবেই না!!
___ঠিক আছে, ম্যাগি বানিয়ে
দিচ্ছি।
___এতো অসভ্য
হয়েছিস তোরা!
___আঃ, রুনু মামাবাড়িতে এসে
ইচ্ছেমতো খাবে না তো কি! একদম বকবি না।
___মা, এই করেই তো ওদের
আহ্লাদ বেড়ে যায়। বাড়িতে ঠাম্মা,
এখানে
মিত্রা হাসে। তবু ভালো। আমি বললে তো এখনই
___নে, ধর্।
___ওবাবা, চিঁড়ে ভাজলে এখন
আবার!
___না রে! কেনা।
খা। মা, নাও। আমি
বাবাকে দিয়ে আসছি।
___দাদার
দেরী হচ্ছে না আজকে!
___হ্যাঁ, বলেই গেছে আজকে দেরী হবে।
___কেন বৌমা?
___এসে বলছি।
___ঢং দেখলে
গা জ্বালা করে।
___ম্মা! কি
বলছো! তুমি না!
___থামতো।
খালি কটর কটর,
আমরা যেন বাচ্চা মানুষ করিনি আর।
___চুপ করবে!
বৌদি এসো!
___আসছিই
___তুমি খেলে
না!
___না গো।
___ওমা! একটু
খাও। আমার থেকে নাও।
(৪)
বছরে একবারই আসে ননদ। নন্দাইও আসে ওদের নিয়ে যেতে। দু'দিন থেকেও যায়
সেসময়। দূরে থাকে,
তাই ওরা আসলে মা,ভাই
আহ্লাদে কি করবে বুঝে উঠতে পারে না। না,
বন্ধুর মতো ননদ এলে ভালো লাগে মিত্রারও। অনেক দিন পর আত্মীয়ের বাসায় যাওয়া
হয়। ঘোরা,
বেড়ানোয় দিনগুলো কেটে যায় দ্রুত।
বাড়িটাও একদম জমজমাট। আকর্ষণ___প্রতিবার
ওর কলকাতা চষে বাজার করায় মিত্রারও খুব আগ্রহ। দুজনে দুপুরের পর বেড়িয়ে হাতিবাগান, মানিকতলা থেকে
গড়িয়াহাট___দরদাম করে
কেনাকাটা! কি জানি কেন,
মল গুলোতে কেনাকাটার আনন্দ পায় না এভাবে কেনায় যতোটা পায়।
রুনুও মিত্রার মতোন। আসলে ফেলে আসা দিনগুলোকে খুঁজে পাওয়ার
চেষ্টা। লুকিয়ে সিনেমা দেখা,
পুজোর সময় বাবা মায়ের সঙ্গে,
কলেজে ওঠার পর নিজের তো বটেই বন্ধুদের সামান্য কিছু কেনার থাকলেও দল বেঁধে নিউ
মার্কেট, ময়দান
চষে ফেলা আর ইচ্ছে মতো খাওয়া। দেরী হলে মায়ের বকুনি এখনো জোটে। ___তোরা কি
রে! সেই কখন বেড়িয়েছিস! বাচ্চাগুলো....
সুবিধা,
রুনু মাকে ম্যানেজ করে নেয়। একটু পরে শুরু হয় দেখানো। কর্তাদের টিপ্পনি-সহ মজা, বাচ্চাদের আনন্দ।
কিন্তু মিত্রা গন্ডগোল করে আবারো।
___এই তোরা
কি রে! কতোদিন পর একসঙ্গে ভাইবোনেরা খেলবি,গল্প করবি
তা না, টিভিতে
কার্টুন দেখছিস সব। বন্ধ করতে উদ্যত হতেই ___না মানি, প্লিজ মানি
___আরে বৌমা, ওরা চুপচাপ বসে দেখছে, তুমি কেন ওদের বিরক্ত
করছো বলোতো! দেখুক না।
___কার্টুন
তো বাড়িতেও দেখে মা। পিউ একা বসে দেখে। এখন সবাই মিলে তো
___তোমার
শাসনের আর শেষ নেই।
রুনুও বলে__আরে ওদের মতো থাকতে
দাও না বাবা। এ'কটাদিন
স্কুলের তাড়া,
হোমওয়ার্ক ওসব থেকে ওদেরও ছুটি,
আমাদেরও। বাব্বা! কবে যে সব বড়ো হবে!
____বৌমাকে তো
বলি, বাচ্চাদের
সাথে অতো কটরকটর করতে নেই। আরো অবাধ্য হয়ে যায় তাতে।
___কটরকটর কি
করি! ভালো-মন্দ বোধ তো আমরাই তৈরি করে দেবো নাকি! সহবৎ কিছু দেখে শিখবে, কিছু শেখাতে হবে। আমি
কেবল সেগুলোই
___না, মা আমি তোমাকে বোঝাতে
পারবো না। ছাড়ো!
____দ্যাখো
বৌদি মা কিন্তু ঠিক কথাই বলছেন
হুঁঃ,
মা- মেয়ে এক হয়েছেন! ঐতো দেখছি তোমার ছেলে মেয়েদের! এদের বলে কোনো লাভ নেই।
আমার একটা মাত্র সন্তান। ওকে আমি মনের মতো করে তৈরি করবো। তোমরা যা ভাবো ভাবো গে
যাও।
(৫)
সত্যি,
দেখতে দেখতে কবে যে ছেলে- মেয়েরা সব
বড়ো হয়ে গেল!! রুনু-বিপ্লব এসেছে
অনেকদিন পর। নন্দাই-এর রিটায়ার্ড লাইভ। স্বামী-স্ত্রী এসেছে। ছেলে বিদেশে। মেয়েও
চাকরি করে,
দিল্লীতে। একটি পাঞ্জাবী ছেলের সাথে থাকে। মিত্রা অবাক হয়ে যায় দেখে। কতো
সহজে বলছে! সামনের বছর বিয়ে। তারই গল্প
চলছে। ফোনে কথা হয়, এতোসব বলেনি। ইদানিং আর আগের মতোন আসতে পারতো না। অনেক দিন
পর একসাথে। হাসি ঠাট্টা সবই চলছে,
কেবল কেমন যেন মনমরা আবহাওয়া। যে ছেলে মেয়ে নিয়ে সারাক্ষণ ব্যস্ততা,সেটা আর নেই।
স্বাভাবিক কিন্তু, হ্যাঁ পিউ- প্রসঙ্গ আজ বড়ো স্পর্শকাতর এই বাড়িতে। আগেও
ছিল। আজো।
___দাদা, আপনার আর কতোদিন?
___
মেরে এনেছি। আর আট-ন মাস। ভালো লাগে না আর।
___আমারো তাই
মনে হতো। ভাবতাম,
রিটায়ার করে ঘুরে বেড়াবো কিন্তু আপনার বোনের পায়ের যা অবস্থা তাতে
__হুঁ, আমাদেরো তাই। পিউ বলে
যেতে। রিটায়ার করে যাবো বলেছি। দ্যাখা যাক্।
___বৌদি! আর রাগ করে থেকোনা। ওতো ভালো আছে তাই না!
___হ্যাঁ, আছে বোধহয়।
___রুনু, তোর বৌদিকে বুঝিয়ে
লাভ নেই রে। মা পর্যন্ত বলেছেন মেনে নিতে অথচ
___আমার
কষ্টটা তোমরা বোঝো না।
____আচ্ছা!! বলুন তো বৌদি, আপনার কষ্টটা কি??
___ও আর বলে
কি হবে!! পারলাম কি আটকাতে!
মনের মতো করে একটি মাত্র সন্তানকে মানুষ করে তুলতে কতো যে
শখ আহ্লাদ ছাড়তে হয়েছে। সময়ের অভাব,
পয়সায় অভাব তার উপরে বাবা মা ছিলেন তাদের দেখাশোনা, আত্মীয় কুটুম্বিতা
সবই তো সামলেছে। পিউকে নিয়ে সবাই গর্ব করে। ওর ব্যবহারের প্রশংসা শুনে সবাই খুশি
হয়। এটার জন্য যে মিত্রাকে যে কতো কথা শুনতে হয়েছে!! তবু তৃপ্তি, পেরেছে। মেয়েকে মানুষ করতে পেরেছে। কেবল পড়াশোনায় ভালো
না, দরকার
সত্যিকারের ভালো মানসিকতা,
সবাইকে নিয়ে চলার শিক্ষা। পরীক্ষা দিতে যাওয়ার সময় কাজে সাহায্য করার জন্য
যিনি ছিলেন,
মিত্রা ওঁদের প্রণাম করার সময় বলতো পিসিকে করো। মিনু লজ্জা পেয়ে না, না বলতো। পরে কিন্তু
বলতো না কারণ এই সম্মান ওর ভালো লাগতো। সম্মান দিলে সম্মান পাওয়া যায়! কখনো
বন্ধুদের নামে অভিযোগ করলে মিত্রা আগে পিউকে বকতো।__ তুমি কি করেছিলে বলো।
শ্বাশুড়ি যথারীতি বলতেন, বৌমার চোখের বালি মেয়েটা। বকতে পারলে আর কিছু চায়না!
ততোদিনে মিত্রা বুঝে গেছিল। শ্বাশুড়ির কথা কানে নিতো না। আসলের চেয়ে সুদের স্বাদ
মিষ্টি রে___মা বলতেন।
শ্বাশুড়ির কথা বললে শুনেছে এই প্রবাদ-বাক্য।
কথা
শুনেছে নিজের মায়ের থেকেই। খেয়ে প্লেট সিঙ্কে রেখে আসা বা সবাই চা খেয়েছেন, কাপ-প্লেট গুলো__ পিউ যাও
রান্নাঘরে রেখে এসো কিংবা....
মা__আঃ, ফুলি তুই ঐটুকুন
মেয়েকে কি পেয়েছিস বলতো! অবাক হয়ে মিত্রা বলেছে ___আমাকে তো ওর থেকেও ছোট বয়সে কাজ করিয়েছো মা!
___সে তখন
তোরা সব পিঠোপিঠি,
পেরে উঠতাম না তাই! আর দ্যাখ্ মেয়ে জনম তো! সারাজীবন তো ঐ করতেই হবে।
___না মা, আজ আর ছেলে মেয়ের
ফারাক করো না। ঘরের কিছু জরুরী কাজ সেকারণেই সব্বার শেখা উচিৎ। ছোট থেকে
স্বাবলম্বী হওয়া প্রয়োজন কি ছেলে কি মেয়ে সবার।
বড় বৌদি ওর কথায় সায় দিতো কিন্তু এও শুনেছে___ফুলদি
পিউকে অলরাউন্ডার বানাবে রে!
অলরাউন্ডার!!
সেই মেয়ে এক
মুসলিম ছেলের সাথে নিজের ভাগ্য জড়িয়ে নিলো! কতো স্বপ্ন সব ভেঙ্গে চুরমার হয়ে
গেল। আন্দাজ করতে পারছিল, কিন্তু যেদিন শুনলো
শেহনাজের সাথে সম্পর্ক,
নিতে পারেনি। কান্নাকাটি,
অশান্তি। মেয়ে তার মতেই জেদ ধরে রাখলো। অরুণ, মা এরাও সাথ দিলো দেখে আশ্চর্য হয়ে গেছিল মিত্রা।
সম্ভ্রান্ত মুসলিম পরিবার,
ছেলেও সবদিক দিয়ে ভালো কিন্তু!! দুই
বাড়ির উপস্থিতিতে রেজেস্ট্রি ম্যারেজ হলো।
___বৌদি, দ্যাখো আপত্তি ওঁরাও
করতে পারতেন তবে করেননি তো!
___ওরা কেন
আপত্তি করতে যাবে!! পিউর মতো মেয়ে!!
___এটা ভুল
বললেন বৌদি। নন্দাই বলেন।
___কেন! ভুল
কিসে!
___অন্য
ধর্মের মেয়ে ওঁরাই বা নেবেন কেন?
আমাদের মতোন ওঁদেরও ছুৎমার্গ আছে। ওঁরাই বা অন্য ধর্মের মেয়েকে.....
এবার অরুণ মুখ খোলে___
বিপ্লব,
আলাপ করে দেখো,
অত্যন্ত শিক্ষিত ভদ্র পরিবার। মিত্রা তো এতোদিনে ওঁদের বাড়িও যায়নি। শেহনাজ
তো সব জেনেও মিত্রার সঙ্গে কি সুন্দর ব্যবহার করে। তাও যে কেন!!
____বৌদি, অনেক হয়েছে। দাদা
রিটায়ার করলে ওদের কাছে যাও। আর মান করে থেকো না। দাদা, তুই এরমধ্যে পাশপোর্ট
বানিয়ে ফেল্।
অরুণ____
সহজ ভাবে নিলে পিউ এতো তাড়াতাড়ি বিয়ে করতোও না। ওতো তোর মেয়ের থেকে ছোট
অথচ মা- মেয়ের জেদাজেদিতে বিয়ে করে চলে গেল। আমরা তো ওর বিয়ে আরো একটু পরেই
দিতাম!
____আমরা তো
আসতেই পারলাম না। এমন সময়
মিত্রা বলে___হ্হ্যা!!
আমরাই জানলাম দুদিন আগে তো তোমরা !!
মিত্রার চোখ দিয়ে টপটপ করে জল পড়ে। কতোদিন মেয়েটার সাথে
কথা বলে না। দেখেনা কতোদিন! খুব ইচ্ছে করে ,
খুব কিন্তু!!মেয়ে বাবার সঙ্গে কথা বলে।
অভিমানে মায়ের থেকে সরে আছে। মিত্রার ধারা___অভিমানী। দেড় বছর হতে চললো, দুজনে কথা বলেনা। শেহনাজ কিন্তু মাঝে মধ্যে ওর সাথে কথা
বলে। তবে, পিউর সাথে
কথা বলুন, একদিনও
বলেনি। মিত্রা বলে __রুনু, জানিস ওরা যে বিদেশ
যাচ্ছে, তাও কি
আমি জানতাম!! তোর দাদা কিন্তু জানতো,
অথচ ......
এবার অরুণ হাসে।___
শোনো তাহলে! পিউ আমাকে অনেক আগেই
বলেছিল। সেইমতো ব্যবস্থা সব নিজেই উদ্যোগ নিয়ে করছিল। শেহনাজও। দুজনেই
উচ্চশিক্ষার জন্য আবেদন নিবেদন যা করতে হয় করছিল। তখন মিত্রা পিউকে ছাড়বে না
ভেবেই বাবা-মেয়ে শলা করে মিত্রার কাছে গোপন করে গেছিলাম। বিয়েও ওরা পরেই
করতো। তারপর তো! যাক্ যা হয়ে গেছে
মিত্রা ____ক্কিইই!!
রুনু____তাই নাকি
দাদা!!! বোঝো কান্ড! না বৌদি,
আর রাগ করোনা। অনেক হয়েছে। একটা মাত্র মেয়ে!!
বহুদিন পর ভিডিও কলিং-এ পিসি ভাইঝি... এবং অবশেষে মা- মেয়ে
মুখোমুখি। জলের ধারায় মুছে গেল সব রাগ,
সব অভিমান।
(৬)
বাবা-মেয়েতে বড্ড ভাব। এখনো এটা
করিস অথবা করিসনা বলা যায়নি মিত্রার তবে মেয়ে এখন আর সবসময় চুপ করে শোনে না বরং
শাসন করে ওদেরকেই। প্রায়ই পিউ বলে___মা, তোমার মতো শাসন কেউ
করেনা। আমাকে উঠতে বসতে,
হ্যাঁ,
এখন একথাগুলো শেহনাজের সামনেই হাসতে
হাসতে বলে,
অন্যদের সামনেও বলে। মিত্রা মুখে হাসিকে টেনে আনে যদিও, ভিতরটা গুমরে মরে।
শাসনটাই দেখলি রে!!
ভিতটা তৈরি করে দিয়েছিলাম বলেই না সহজে অন্য ধারায়
অবলীলায় মিশে যেতে পেরেছিস!!
হার- জিৎ ঠিক কার যে হলো!!
আপনারা কি জানেন????