আত্মজা'র চিঠি
স্বাগতা
শ্রীচরণেষু মা,
ভালো আছো তুমি? কেমন লাগছে তোমার নতুন বাড়ি? মেঘ, বৃষ্টির সাথে নিশ্চয়ই তোমার কথা হয়। মেঘবালিকার সাথে আলাপ
হলো?
মেঘেদের সাথে ঘুরতে যাও সেই দূরের
সবুজ পাহাড়ে, যেখানে পাশ দিয়ে নদী বয়ে চলে, শ্যামলা পথ ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ শুরু হয় মেঘ বৃষ্টির কাটাকুটি
খেলা। ঠিক তখনই ঝমঝমিয়ে বৃষ্টি আসে, আর তুমি ভালোবাসা
হয়ে সবুজ পাতায় ঝরে পড়। বৃষ্টি ভেজা হাওয়ায় মিশে থাকে এক মন কেমন করা গন্ধ, সেই গন্ধে আমি তোমায় খুঁজে পাই মা, মনে
পড়ে ফেলে আসা গান "বাদল-ধারা হল সারা, বাজে
বিদায়-সুর। গানের পালা শেষ করে দে রে, যাবি অনেক দূর॥"
এখন একাকিত্ব আমার সঙ্গী, ভালোই লাগে নিজের সাথে সময় কাটাতে, আত্মবিশ্লেষণ
করতে। আগে যখন তুমি রোজ সকালে আমার অফিসে পৌঁছানোর খবর নিতে ফোন করে, বা দুপুরে লাঞ্চ করেছে কিনা জিজ্ঞাসা করতে, খুব একঘেয়ে লাগতো, মনে
হতো রোজ কেন একি কথা জিজ্ঞেস করো। কাজের ব্যস্ততার মাঝে মনে মনে একটু বিরক্তই হতাম।
ওই ফোনের একঘেয়ে, বিরক্তিকর প্রশ্ন গুলোর মধ্যে যে কতখানি
স্নেহ, ভালোবাসা, আবেগ
মিশে থাকতো কখনো তা অনুভব করার চেষ্টাই করিনি, এখন
তাই অপেক্ষা করে থাকি তোমার ফোনের জন্য। এখন কেউ আর খোঁজ নেয়না, এখন আমি খুব একা হয়ে গেছি মা। মনের মধ্যে গভীর নির্জনতা।
রাতে যখন গিয়ে বসি শোবার ঘরের
কোণে, জানলা দিয়ে আকাশের দিকে তাকালেই চাঁদের
আলোয় তোমার ঝলমলে হাসি মুখটা রোজ দেখতে পাই।
আমি প্রতি মুহূর্তে অনুভব করি
তোমায় মা, তুমি আছো, তুমি
মিশে আমার মধ্যে। কখনো ভোরের হাওয়া হয়ে, কখনো
বা ফলের গন্ধে তুমি আমায় জড়িয়ে ধরে বলে যাও- "কান্না রাখিস না, মা তো ছিলই মা তো আছেই,সবখানেতেই
মা"।
এখন খালি অনন্ত অপেক্ষা, কবে আবার তোমার সাথে আমার দেখা হবে। যেখানেই যা কিছু সুন্দর
পাচ্ছি, দেখে রাখছি, গল্প
গুলো সব তুলে রাখছি, দেখা হলেই সব বলবো। আবার আমরা মুখোমুখি
হব, দেখা হলে তুমি ঠিক আগের মতো বলবে, "দুষ্টু, ছিলি কোথা।"
আমি বলব, "বলব না সে কথা।"
নাই বা হলো চোখের দেখা, মনের দেখা তো রোজই হয়। এই ভাবেই চলতে থাকুক তোমার আমার গল্প।
এখন না হয় মেঘ পিয়নের হাত দিয়ে চলুক আমাদের চিঠির আদান প্রদান। ভালো থেকো মা, আনন্দে থেকো।
আমার প্রণাম নিও।
ইতি
তোমার আত্মজা
নববর্ষ সংখ্যা-১৪৩০ | aleekpata.com | 31 st Edition |
| ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |
| Bengali New Year 2023 | April-July 23| Sixth Year First Issue |
| © All Rights Reserved by The Editor and The Publisher |
| a DISHA-The Dreamer Initiative |