শীতের রান্না-লটে মাছের ঝুরা
সুদীপা মণ্ডল
উপকরণ- লটে মাছ (৫০০ গ্রাম)
পেঁয়াজ- ৪-৫
টা বড়-ছোট করে
কাটা
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
কাঁচালঙ্কা- ২ টা, বাটা
ধনে গুঁড়ো- ১ চা চামচ
জিড়ে গুঁড়ো- ১ চা চামচ
হলুদ গুঁড়ো- ১ চা চামচ
শুকনো লঙ্কা গুঁড়ো-পরিমান মতো
কালো জিরে- অল্প পরিমান
নুন- স্বাদমত
চিনি- এক চিমটে
সরষের তেল- ৪ টেবিল চামচ
ধনে পাতা- অল্প
পদ্ধতি - প্রথমে মাছগুলো দ-ুটুকরো করে কেটে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে অল্প নুন, হলুদ দিয়ে পাঁচ মিনিট রেখে দিতে
হবে। লটে মাছে জল থাকে,এতে খানিকটা জল বেরিয়ে যাবে। গ্যাসে কড়াই বসিয়ে মাছগুলো দিয়ে দিতে হবে। খানিক
বাদে দেখা যাবে যে মাছ জল ছাড়ছে আর ভেঙে যাচ্ছে। হাল্কা ভাবে নেড়ে দিতে হবে। এতে
করে মাছ আর কাঁটা আলাদা হয়ে যাবে। কড়াই নামিয়ে মাছটা স্টিলের জালি থালায় ঢেলে
দিতে হবে। আস্তে আস্তে মাছ আর কাঁটা আলাদা
করতে হবে। অন্য কড়াইতে সরষের তেল দিয়ে শুকনো
লঙ্কা,কালো
জিরে ফোড়ন দিয়ে একে একে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটা দিয়ে নাড়তে হবে।
খানিক বাদে ওর মধ্যেই ধনে, জিরে, লঙ্কা
গুঁড়ো ও নুন, চিনি দিয়ে আরো খানিক নাড়তে হবে। মশলার গন্ধ বেরোলে কাঁটাছাড়া মাছটা কড়াইতে
ঢেলে দিয়ে ভালো করে নাড়তে হবে। এই রান্নায় নাড়াটাই আসল। গ্যাস কম করে নাড়ার কাজটা
চালতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে মাছটা কড়াইতে লেগে না যায়। আস্তে আস্তে দেখা
যাবে মাছটার জল শুকিয়ে আসছে। এই রান্নায়
জল ব্যবহার করা হয় না কারণ এই মাছের মধ্যেই অনেক জল থাকে।
ছবিঃ লেখিকা |
Download ALEEK PATA Mobile APP
| শিশির সংখ্যা -১৪২৭।
| Aleekpatamagazine.blogspot.com |
|ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |
| Special Winter Issue, 2020 | December-February 2020 -21|
| Fourth Year Fourth Issue |25 th Edition|