সম্পাদকীয়
শিশির সংখ্যা ২০১৯-২০২০
নমস্কার বন্ধুরা,
এবারের সম্পাদকীয় টা অবশ্যই শুরু করা উচিৎ আমার ক্ষমা প্রার্থনা আর, আপনাদের ধন্যবাদ জানিয়ে, কারণ সহজ বোধ্য, সেই পুজা সংখ্যার এতদিন পর আপনাদের
দরবারে ফিরতে পারলাম,
একাধিক বার শারীরিক অসুস্থতা, কর্মক্ষেত্রের
ব্যস্ততা ইত্যাদি কারনে এই দীর্ঘসুত্রিতা, কিন্তু বিশ্বাস
করুন, এই কদিন বা সঠিক ভাবে বললে কয় মাসের মধ্যে একবারের
জন্যও আপনাদের কথা ভুলতে পারিনি, কারণ, আপনাদের পাঠানো সৃষ্টি কর্ম গুলি, যার সাথে জুড়ে আছে আপনাদের বিশ্বাস, ভালোবাসা, যেগুলি আমাদের কাছে
গচ্ছিত ছিল, সেই সম্পদের ভারে মন যুগপৎ কৃতজ্ঞতা ও
অপরাধ বোধে ন্যুব্জ হয়ে ছিল, তাই
আজ পত্রিকাটি প্রকাশ করতে পেরে বেশ
ভালো লাগছে।
এই কদিন আপনাদের উৎসাহ প্রদান, ভালোবাসা ও অপেক্ষা আমাদের উজ্জীবিত করে চলেছে। সবাইকে জানাই আর একবার ধন্যবাদ।
সদ্য সমাপ্ত বইমেলায় আমাদের অনেক সদস্যের নতুন বই বেরিয়েছে, তাঁদের সবাই কে জানাই অনেক অনেক অভিনন্দন,
ভবিষ্যেতেও এই রকম আরও
সুখবর পাব আশা করি। আপনাদের অনুরোধ করছি পাঠ প্রতিক্রিয়া
জানানোর জন্য। বইএর প্রপ্তিস্থল বা অনলাইন লিঙ্ক থাকলেও জানাতে পারেন।
এবার একটি আন্তরিক অনুরোধ রাখছি আপনাদের সামনে, এত খোলাখুলি ভাবে এই প্রথমবার-
সেটা হল যে, আপনারা যারা
পত্রিকার সাথে জুড়ে আছেন, তাঁরা পত্রিকাটি ভালো বাসেন
নিঃসন্দেহে, সেই অধিকার থেকে আপনাদের অনুরোধ যে, আরও নতুন লেখক পাঠক জুড়ুন, তাঁদের চিনিয়ে দিন
"
অলীক পাতার বাঙময় জগতকে", কি ভাবে?
তাঁদের জন্য শেয়ার করুন পত্রিকার লিঙ্ক নিজের ও সেই বন্ধুর
টাইমলাইনে, করুন ট্যাগ, আর, সেক্ষেত্রে অসুবিধে হলে পড়ে দেখুন "FAQ " বিভাগ
টি, দরকারে জানান আমাদের
ফেসবুক আড্ডায়, বা ,সরাসরি মেসেঞ্জারে,
আমদের প্রকাশিকা বা আমাকে
শেষ শীত ও আসন্ন বসন্তের শুভেচ্ছা জানিয়ে নিচ্ছি বিদায়।
ভালো থাকবেন, সৃষ্টিতে
মাতবেন, এই আশা নিয়ে বিদায় নিচ্ছি।
পত্রিকা পড়তে ক্লিক করুন নিচের "হোম" আইকনে
ধন্যবাদ
স্বরূপ
চক্রবর্তী
৪ ঠা মার্চ,
২০২০
| Aleekpatamagazine.blogspot.in |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |
|ALEEK PATA-The Expressive World |Online Magazine |
|a DISHA-The Dreamer Initiative |
| Winter Issue,2010 | January 2020 |
| Third Year Fourth Issue |21st Edition|