অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Showing posts with label Bengali New Year 2022. Show all posts
Showing posts with label Bengali New Year 2022. Show all posts

Monday, May 9, 2022

সম্পাদকীয়- নববর্ষ সংখ্যা ১৪২৯ -নব বরষে নবীন হরষে ( V TH Yr IIIRD Issue-XXIX TH Edition)

   

 সম্পাদকীয়- নববর্ষ সংখ্যা-১৪২৯

( নব বরষে নবীন হরষে এপ্রিল ২০২২-জুন ২০২২ )



 নমস্কার বন্ধুরা,

আপনাদের সকল কে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা- আর একবার।

 কথামত আজ বিশ্বকবির জন্মদিন- 'রবি'বার এ উপস্থিত হলাম অলীকপাতার বাংলা নববর্ষ বিশেষ সংখ্যা নিয়ে।

দিন রাত মাস পার  করে আরও একটা বছর ফুরিয়ে নতুন বছরে পৃথিবী দিল পা, কিন্তু, ক্যালেন্ডারের তারিখ ছাড়া সত্যিই কি আর কিছুর বদল হ'? না। কিছুই বদলায়নি, সেই একই জং ধরা আচরণের পুনরাবৃত্তি, হ্যাঁ, নতুন হয়েছে  বইকি, বিগত দিনের মারণ রোগের ভয়টা একটু গা সহা হয়ে যেতেই আরও কিছু পুরাতন ভীতি, বিশ্বময় যুদ্ধের রূপ ধরে দরজায় দাঁড়িয়ে, পরিণতি পুরাতন, পন্থা নতুন, কিংবা সেটাও একই।

তবে, কি কিছুর আশাই আর বাকি নেই?  ভয় ভীতি ধ্বংসের নিয়মিত পুরাতন অভ্যাসের সাথে নতুন কিছু সৃষ্টির অভ্যাসটিও তো পুরাতন, তাই না? তাই, সেই ধারা বজায় রেখেই অলীকপাতার এবারের নিবেদন-বিশেষ নববর্ষ সংখ্যা, " নব বরষে-নবীন হরষে"।

লেখক-পাঠক যুগলবন্দীর মিলনক্ষেত্র অলীকপাতার এবারের সংকলন টি আপনাদের ভালো লাগবে আশাকরি।

সবাই পড়ুন, বন্ধুদের পড়ান, সপরিবারে ভালো থাকুন, সৃষ্টিতে মাতুন।

 

ইতি

স্বরূপ চক্রবর্তী

হরিদ্বার

২৫শে বৈশাখ ১৪২৯






  

Sunday, May 8, 2022

কবিতা-নিয়মিত - অবাধ্য শূন্যতার শব্দ- উদয়ন চক্রবর্তী

 কবিতা-নিয়মিত

অবাধ্য শূন্যতার শব্দ

উদয়ন চক্রবর্তী

 

 

আমি কতবার আমাকে নিয়ে ফিরে

আসতে পারিনি

এ না পারাটা কখনওই আমার হাতে থাকে না থাকেও নি

সবারই শরীর লুকোনো থাকে সরীসৃপের

মুখ যা খোলস দিয়ে ঢাকা

আমি আমার পোষ মানানো মুখোশ দের

জানি কিন্তু কখনও বলি না কথা বলতে

তোমরা আমার মুখ দেখতে পারছো না

কারণ এটা একটা বিবর্তিত পোট্রেট

 

খিদে যৌনতা আর প্রশংসা একটা সংখ্যা

কে কতটা সঞ্চয় করলো

সেটা জীবনের আকাশ থেকে ঝরে পড়া

নক্ষত্র যা দেখা যায়

কখনো ধরা যায়না সে সংখ্যার মান

পৃথিবীর ধারাবাহিক নিঃসঙ্গতা নিঃশব্দে

মেনে নেয় একটা অবাধ্য শূন্যতার শব্দ।

| বর্ষ বরণ সংখ্যা-১৪২৯ | aleekpata.com | 29th Edition |

| ALEEK PATA- Your Expressive World |Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year, 2022 | April-June 2022 | Fifth Year Third Issue |

© All Rights Reserved by The Editor and The Publisher |

| a DISHA-The Dreamer Initiative |

কবিতা-নিয়মিত-সবাই বলে -অভিজিৎ মান্না

 

সবাই বলে

অভিজিৎ মান্না


 

সবাই বলে হাঁটছি একা

সবাই বলে নিজের লড়াই

ঘামের গন্ধ মুছবে একা

কাকে ডাকো ভাই?

 

একটা সময় হয়তো ছিল

টানতো কাছে পড়শী

তোমার ডাকে এখন শুধু

ঝড়ো বাতাস বেশি।

 

সবাই এখন ভীষণ জোরে

হাঁটছে তড়িঘড়ি

স্বার্থ ছাড়া ডাকবে যখন

মিষ্টি করে স্যরি ।

| বর্ষ বরণ সংখ্যা-১৪২৯ | aleekpata.com | 29th Edition |

| ALEEK PATA- Your Expressive World |Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year, 2022 | April-June 2022 | Fifth Year Third Issue |

© All Rights Reserved by The Editor and The Publisher |

| a DISHA-The Dreamer Initiative |


 

কবিতা-নিয়মিত-একটি গাছের গল্প- রূপম মিত্র

  কবিতা-নিয়মিত

একটি গাছের গল্প

রূপম মিত্র

 

মাঝমাঠে দাঁড়িয়ে একখানি তালগাছ।

ভীষণ একা আর অসহায় -

পায়ের নিচে একটুও মাটি নেই

শুধু শিকড় গুলো বেরিয়ে।

ঐ যে দূরে ইঁট ভাটা -

রোজ মাটি তুলে নিয়ে যায়।

বেশ কিছুদিন আগেও অনেক বন্ধু ছিল তার,

ছোট্ট ছোট্ট নাম না জানা গাছগুলো

দুলে দুলে তার সাথে আলাপ করত।

আজ সেখানে কেউ নেই।

একটু দূরে জমে রয়েছে

তার প্রতিবেশীদের চিতাভস্মের স্তূপ।

রোজ সে অপেক্ষা করে

এই বুঝি ঝড় ওঠে,

আর মুখ থুবড়ে পড়ে একেবারে হারিয়ে যাবে

আছড়ে পড়া সভ্যতার উল্কাপিণ্ড থেকে সৃষ্টি হওয়া

পৃথিবীর কোন এক গভীর ক্ষতের ভিতর।

| বর্ষ বরণ সংখ্যা-১৪২৯ | aleekpata.com | 29th Edition |

| ALEEK PATA- Your Expressive World |Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year, 2022 | April-June 2022 | Fifth Year Third Issue |

© All Rights Reserved by The Editor and The Publisher |

| a DISHA-The Dreamer Initiative |

কবিতা-নিয়মিত -পাহাড়- সুজন দাশ

  কবিতা-নিয়মিত

পাহাড়

সুজন দাশ

 


পাহাড় তুমি নির্জনতার আঁকতে পার ছবি,

তোমার রূপে মুগ্ধ হাসে দূর আকাশের রবি!

কান্না গুলো ঝর্ণা হয়ে,

রোজই যেন যায় যে বয়ে!

মিলতে তুমি সিন্ধুতে যাও এটাই তোমার হবি।

 

বৃক্ষলতা ফুল পাখিদের ধারণ কর বুকে,

আশ্রয় দাও মায়ের মতই তাদের সুখে দুখে!

ছায়া মায়ায় তোমার শরীর,

রূপ ঝলমল স্বপ্ন পরীর

টানো সবাই তোমার পানে নয়ন ভরে সুখে!

 

তোমার মনে হয়তো আছে আকাশ ছোঁয়ার সাধ,

দেখবে বলে কাছ থেকে ঐ জোৎস্না মাখা চাঁদ।

রোদের স্নানে পাখির গানে,

মগ্ন থাকো গভীর ধ্যানে!

ঋষির মত অটল তুমি ঠেকাও পরমাদ।

| বর্ষ বরণ সংখ্যা-১৪২৯ | aleekpata.com | 29th Edition |

| ALEEK PATA- Your Expressive World |Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year, 2022 | April-June 2022 | Fifth Year Third Issue |

© All Rights Reserved by The Editor and The Publisher |

| a DISHA-The Dreamer Initiative |

কবিতা-নিয়মিত-মহাশ্বেতা- স্নেহাশিস মুখোপাধ‍্যায়

 কবিতা-নিয়মিত

মহাশ্বেতা

স্নেহাশিস মুখোপাধ‍্যায়

 

 

অনেক যুদ্ধ দেখে

তোমার মুখটা দেখলাম!

 

সাদা পাখির মতো বয়স,

 

আর,

                     উড়ছো প্রলয়ের কাছাকাছি।

 

জীর্ণ হয়ে আছি, তাই ভাবি,

        তোমার মন গড়িয়ে হবে আমার মনের মাঝি।

 

                            দুটি ছবিই একটা পোশাক -

বিরুদ্ধবাদ নেই।

যন্ত্রে চ'ড়ে, মন্ত্র নিয়ে

              নামছো ঠিকানাতেই?

 

আকাশপাড়ির রাস্তা দ্যাখায়

ধোঁওয়ায় চলা ঘর!

তোমার মন ইকিরমিকির কাঁটার ঘরেদোরেই!

| বর্ষ বরণ সংখ্যা-১৪২৯ | aleekpata.com | 29th Edition |

| ALEEK PATA- Your Expressive World |Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year, 2022 | April-June 2022 | Fifth Year Third Issue |

© All Rights Reserved by The Editor and The Publisher |

| a DISHA-The Dreamer Initiative |


কবিতা-নিয়মিত -ফিনিক্সের আত্মা- শিবানী বাগচী


কবিতা-নিয়মিত

 ফিনিক্সের আত্মা

শিবানী বাগচী

 

নিস্ফলা বিস্ময় আর করুণ উপেক্ষায়,

খাবি খাওয়া এক বুক তৃষ্ণায় নির্বোধের মত,

রাতের ঘেঁটে যাওয়া বিছানা সাজাই।

 

আঙুলের ফাঁক গলে যাওয়া নষ্ট বসন্তগুলো,

জোছনা চোয়ানো আঙিনায় -

শীতের ঝরা পাতা বনানীর উলঙ্গ ডালে,

যৌবন উন্মাদনায় কল্পনায় একাই দোল খায়!

 

আস্তিনে লুকিয়ে রাখি ;

একমুঠো কালসিটে রঙা অনাহারী মেঘ,

জমাট বাঁধা নির্দায়ী শব্দের !

 

আহত বাতাসে, শালিকের ভাঙা ডানায় -

পাঁজরের ভাঁজে যন্ত্রনাগুলো ওঠা নামা করে অভিমানে ।

 

উদাসী বেলার ঝরা পাতার নিঃসঙ্গতা বয়ে বেড়াই,

গুন গুন বিমর্ষ উদাসী গানে অমলিন সুর তুলে।

 

উপেক্ষিত প্রহরের ভাঁজ করা পান্ডুলিপির,

ধূসর পাতার বিদীর্ণ বুকে -

আজও শুনি হারানো রূপকথার মর্মরিত দীর্ঘশ্বাস।

 

চুঁইয়ে পড়া নোনা জল আর নৈঃশব্দের আর্তনাদ,

আঙুল চোবানো ব‍্যর্থতায় সহাস‍্যে দুহাত বাড়িয়ে,

মৃত‍্যুর সরু গলির মোড়ে -

ফিনিক্সের আত্মা খুঁজি শব্দহীন অক্ষরে !

| বর্ষ বরণ সংখ্যা-১৪২৯ | aleekpata.com | 29th Edition |

| ALEEK PATA- Your Expressive World |Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year, 2022 | April-June 2022 | Fifth Year Third Issue |

© All Rights Reserved by The Editor and The Publisher |

| a DISHA-The Dreamer Initiative |

কবিতা-নিয়মিত - কুমায়ুনের বসন্ত স্মৃতি- অলোক মুখোপাধ্যায়

কবিতা-নিয়মিত


কুমায়ুনের বসন্ত  স্মৃতি

অলোক মুখোপাধ্যায়
 

 

তোমাকে দেখেছি এক বসন্ত প্রভাতে

কুমায়ুনীগন্ধ মাখা লাল  রডডেন্ড্রন হাতে ,

 

ভোরের হলুদ নরম আলো

 মসলিন- চিকন সফেদ  কুয়াশা ভেদ করে খেলেছিল হোলি 

 

তুমিও বাহারি রঙ মেখেছিলে পাহাড়ি আদতে

বাসন্তী-শিহরণ লেগেছিল শরীরী ভাঁজে, মনের পরতে

 

এখানে বসন্ত নামে-শাল-মহুয়ার ডালে, অশোকে-কিংশুকে ,

তুমি ফিরে ফিরে আসো রডডেন্ড্রন হাতে 

ফেলে আসা স্মৃতির আলোকে

| বর্ষ বরণ সংখ্যা-১৪২৯ | aleekpata.com | 29th Edition |

| ALEEK PATA- Your Expressive World |Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year, 2022 | April-June 2022 | Fifth Year Third Issue |

© All Rights Reserved by The Editor and The Publisher |

| a DISHA-The Dreamer Initiative |

কবিতা-নিয়মিত- অতীত সংখ্যা- দৃশ্যা মুখার্জি

 

কবিতা-নিয়মিত

অতীত সংখ্যা

দৃশ্যা মুখার্জি

 

 

কিছু অক্ষর কোনোদিন শব্দ জুড়তে পারে না

কেবলই দীর্ঘশ্বাস ফেলে যায় ।

একটা ঘরকে ঘিরে থাকে

অনেক জমিয়ে রাখা অতীত ;

ঘরগুলো এক থাকলেও বাড়তে থাকে সংখ্যামালা।

 

শুধু একটা কোণায় পড়ে থাকে

এলোমেলো অবয়ব।

মাঝেমধ্যে ক্যানেস্তারা বাজিয়ে

গান শুনিয়ে যায় ;

বাকি সময় ঘড়ির দিকে লালচে চোখে বসে থাকে।

 

আমি পাতা খুঁজে চলি যদি কিছু লিখতে পারি

তবুও লেখা আসে না ।

কোন বানানে কোন অতীত লেখা যায়

জানা হয়নি এখনও ;

আবারও জমা পড়ে যায় অতীত সংখ্যা।

| বর্ষ বরণ সংখ্যা-১৪২৯ | aleekpata.com | 29th Edition |

| ALEEK PATA- Your Expressive World |Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year, 2022 | April-June 2022 | Fifth Year Third Issue |

© All Rights Reserved by The Editor and The Publisher |

| a DISHA-The Dreamer Initiative |

কবিতা-নিয়মিত - অস্তিত্ব- সমাজ বসু

 কবিতা-নিয়মিত

অস্তিত্ব

সমাজ বসু


 

ভিজে যাওয়া অস্তিত্বের শুষ্কতার জন্য-

একটা ছাদ চাই,

একজোড়া খুঁটির টানটান নাইলন দড়ি জুড়ে

বেশ খানিকটা রোদ আর হাওয়া।

তারপর জল ঝরে গেলে, বিকেল থাকতে থাকতে

ক্লিপ খুলে তুলে আনতে হয় অস্তিত্ব।

 

এভাবেই একান্ত জেদ আর আত্মবিশ্বাসে পাট করা ভাঁজে সবার সামনে মেলে ধরতে হয় তাকে-

| বর্ষ বরণ সংখ্যা-১৪২৯ | aleekpata.com | 29th Edition |

| ALEEK PATA- Your Expressive World |Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year, 2022 | April-June 2022 | Fifth Year Third Issue |

© All Rights Reserved by The Editor and The Publisher |

| a DISHA-The Dreamer Initiative |

কবিতা-নিয়মিত - অধরা- কেষ্ট মন্ডল

  কবিতা-নিয়মিত

অধরা

কেষ্ট মন্ডল

 

বহুদূরে রমণীয় চাঁদ

হলুদ আলোয় মায়াবী পৃথিবীকে

আচ্ছন্ন করেছে,

তাকে ছুঁতে পারে না কেউ

তাই সে রমণীয় !

যে কিশোরী একরাশ কুঞ্চিত চুলে

গোলাপী আভায় ওড়না উড়িয়ে এ পাড়া

ওপাড়া যুবকদের বুক ভেঙে দিয়ে চলে গেলো,

তার পিছু নেই নি কেউ

কারণ বেশ কিছুদিন নেশাগ্রস্ত ছিল

সেইসব যুবকেরা

জ্যোৎস্না ধরতে একদিন যে ঘরছাড়া

মানুষেরা পৌঁছে ছিল

তেপান্তরের মাঠে,

অবান্তর বদ্ধ পাগলের মতো ঘুরে

বেড়ালো তারা সারারাত,

গায়ে মাখলাম সোনার রেনু -অধরা রয়ে

গেলো হলুদ মায়াবী আলো

ফুলপরীর খোঁজে যারা ভোরের দুয়ার খুলে

গভীর অরণ্যে নদীর বনাবৃত দ্বীপে 

ঘুরে বেড়িয়ে ছিল বহুদিন,

তারা এখনো ঘরে ফেরে নি

আমিও ঘুরছি তার খোঁজে

যার কাছে গচ্ছিত রয়েছে আমার-

জ্যোৎস্না আমার স্বপ্ন আমার বিপন্নতা

লুঠ হয়েছে নবীন প্রেমিকের নৌ-বহর

আজো ফেরেনি সে-অজয়ের তীরে

| বর্ষ বরণ সংখ্যা-১৪২৯ | aleekpata.com | 29th Edition |

| ALEEK PATA- Your Expressive World |Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year, 2022 | April-June 2022 | Fifth Year Third Issue |

© All Rights Reserved by The Editor and The Publisher |

| a DISHA-The Dreamer Initiative |

Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান