যুগলবন্দী- সংখ্যা #২
কলমেঃ দেবশ্রী চক্রবর্তী
ক্যামেরায়ঃ স্বরূপ চক্রবর্তী
অঝোর
(সম্পাদকের কথাঃ এই কবিতাটির লেখিকা অলীকপাতার প্রকাশিকা শ্রীমতী দেবশ্রী চক্রবর্তী, যিনি নীরবে অগোচরে থেকে প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ ভাবে প্রকাশক এর সাথে চালিয়ে যাচ্ছেন "যুগল বন্দী", প্রকাশনার কাজে ব্যস্ত থাকায় এবারের সংখ্যার জন্য ওনার আগের লেখা একটি কবিতা আপনাদের জন্য প্রস্তুত করছি। আর সাথের ছবিটিও আগের তোলা, দেখুন আপনাদের ভালো লাগে কি না। )
শ্রাবনের ধারা ঝরছে ,
শুধু ঝরছে,
নিজেকে যখন একদম
একা, প্রান্তরে খুঁজে পাই
তুমুল ধারায় জমাট বাঁধা
ব্যাথা গুলো মনে পড়ছে।
শ্রাবনের ধারা ধুয়ে দিল সারা প্রান্তর
সিক্ত আমি লুকিয়ে রেখেছি-
কিছু মেঘ
ঝরতে তাকে দেবনা
যদি ভুলে যাই
জীবনের দেওয়া বেদনা
তাতে যে রেখেছি সযত্নে কিছু মুক্তো
রক্ত মাখা হৃদয় খানি
আবৃত করে রেখেছি,
দুধ সাদা মুক্তো দিয়ে
কালো মেঘ গুলো ঢেকেছ,
তবু বিন্দু বিন্দু রক্তের ফোঁটা
ঝরছে আর ঝরছে ,
শ্রাবন আমার দুই চোখে
তুমি বইছ
সযত্নে এই রক্তের ফোঁটা
আলোর ধারায় ধুইছ।
অলঙ্করণঃ ফিরোজ আখতার, স্বরূপ চক্রবর্তী