অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Showing posts with label SECOND YEAR FIFTH ISSUE THE SEVENTEENTH ISSUE. Show all posts
Showing posts with label SECOND YEAR FIFTH ISSUE THE SEVENTEENTH ISSUE. Show all posts

Monday, December 24, 2018

সম্পাদকীয়- শীত সংখ্যা ১৪২৫ (II ND Yr. V Th Issue-XVII Th Edition)





সুধী বন্ধুরা,

একটু দেরী ক’রে হলেও এসে গেলো অলীকপাতার শীত সংখ্যা, ২০১৮,  আপনাদের অশেষ ভালোবাসা আর সাহচর্য পাথেয় করে প্রকাশিত হল এবারের সংস্করণ, সপ্তদশ সংস্করণ, আমরা মোটামুটি সাবালক হয়ে উঠছি বলা যায়, কি বলেন?এই ভাবেই এগিয়ে চলার, সতেরো থেকে সত্তর হবার আশা রাখি, ভাবছেন বয়স বাড়লে বুড়ো হয়ে যাবে অলীকপাতা? না, অলীকপাতার রক্তে তা নেই, আমরা সবাই সজীব, চিন্তায়, মননে সৃষ্টিতে- চিরনবীন। আর তাই, এবারের বিষয়, শীতকাল হলেও শীতল হয়নি আমাদের লেখক লেখিকাদের কলম, তারই চিহ্ন দেখতে পাবেন অলীকপাতার পাতায় পাতায়, প্রতিটি সৃষ্টিতে।

বিশেষ ভাবে কিছু বলা না থাকলেও শ্রীমতি বর্ণালী গাঙ্গুলীর প্রচ্ছদে এবং আমাদের পরিবারের লেখক লেখিকাদের কলমে, ক্যামেরায় সমাজের প্রতিটি দিক -ভালো, মন্দ, সব, ফুটে উঠেছে খুব সুন্দর ভাবে, এক অদ্ভুত নিঃস্পৃহতার মাধ্যমে তাঁদের চিন্তার বিষয় গুলি তাঁরা ফুটিয়ে তুলেছেন, “দাগিয়ে তোলেন নি” । কোনও কিছু আরোপিত নয়, সব পরিমিত, আর, এটাই অলীকপাতার একটা নিজস্ব “ফ্লেভার” বলুন বা “জাত”, অথবা “আইডেন্টিটি”, গড়ে তুলছে ধীরে ধীরে...  

আমার নিজের বিশ্বাস, “কোনও কিছু সৃষ্টির সাফল্য আসে তখনই যখন স্রষ্টা তাঁর নিজের সাথে কথা বলেন, নিজের অনুভব বলেন, নিজের ভাষায় বলেন, ধার করা আবেগ, ভাষা বা মাধ্যম দিয়ে সেটা প্রকাশ করা যায়না..., তবে, আগেই বলেছি, এটা আমার নিজের বিশ্বাসের কথা, সবাই একমত নাও হতে পারেন”।

সম্পাদকীয় লেখার সময় আমার কখনই থাকেনা, এটা আমার বিনয় বা ন্যাকামি নয়, কারন পৃষ্ঠা গুলি তৈরি হলেই সাত তাড়াতাড়ি “পাবলিশ” বোতামটা টেপার জন্য হাত নিশপিশ করে, ফলে, শুধুমাত্র “সম্পাদকীয়”র নামে কথার কচকচি বা সম্পাদকের “দাদাগিরি”র জন্য দেরি করা কোনও ভালো জিনিষ নয় বলেই আমি মানি,তবে হ্যাঁ, এই অছিলায় আপনাদের সঙ্গে কথা বলতে বেশ ভাল লাগে, তাই...।

স্রষ্টার কথা বলেছি, কিন্তু, এই প্রথমবার, এই সংখ্যার সৃষ্টি গুলির কথা বলতে খুব ইচ্ছে করছে, কিন্তু আমার শত্রু হল ঘড়ির কাঁটার টিকটিক, তাহলে আসুন এক কাজ করা যাক, এবারের প্রকাশিত সমস্ত লেখার শিরোনাম গুলিই শুধু লিখে দিই, দেখা যাক, কি দাঁড়ায়।

“ ‘এই তো জীবন’, ‘স্মৃতির সাতকাহন’ দিয়ে তৈরি অনেকটা যেন ‘বৃদ্ধাশ্রমের স্মৃতির সেই দিন গুলোর” মতো ‘কল্পলোকে’ বসবাস। মা, মা তোমায় বড্ড মনে পড়ে,  ‘অপরাজিতার হলুদ গাঁদা’ আজ বইয়ের পাতার ভাঁজে খোঁজে ‘ একটু উষ্ণতা’; ‘শীতের আমেজ’ আনে ‘ইচ্ছে জ্বর’, ‘একচক্ষু হরিনের’ মত আমরা শুধু দেখি ‘দাবানল’ আর ‘চন্দ্রগ্রহণ আমার বেলা যে যায়” , ভাবি চিৎকার করে ‘যদি বলতে পারতাম’ ,  ‘দেবাশীষ দা’ এই শীতের ‘মরশুম’এ লেখোনা চিঠি ‘আকাশের ঠিকানায়’, লেখো ‘দার্জিলিঙয়ের এক সকাল’ এর গল্প, চলুক ‘অলীকপাতা আর রূপক কর্মধারা’ ...কারন......, ‘শীতকালটা এসেই গেলো’......



আপাততঃ থাক, আজকের মতো আসি, ভালো থাকুন,সৃষ্টিতে মাতুন, আশাকরি তাড়াতাড়ি আবার দেখা হবে......
স্বরূপ চক্রবর্তী
হরিদ্বার, ২৫শে ডিসেম্বর,২০১৮


INDEX WINTER NUMBER 2018


 
এই তো জীবনঃ মৌসুমী চৌধুরী  (পড়ুন)

দাবানলঃ বহ্নিশিখা ঘোষ  (পড়ুন)

চন্দ্রগ্রহণঃ  শর্মিষ্ঠা রায় চৌধুরী  (পড়ুন )

স্ম্তির সাত কাহনঃ বর্ণনা দাস  (পড়ুন)

একচক্ষু হরিণঃ সুনন্দ মণ্ডল (পড়ুন)

অলীকপাতা আর রূপক কর্মধারাঃ শুভদীপ ঘোষ (পড়ুন)

শীতের আমেজঃ কল্যাণী মোহান্ত  (পড়ুন)

মা' ও 'মাঃ  তাপস সরকার  (পড়ুন)

যদি বলতে পারতামঃ  নিশীথ বরণ চৌধুরী (পড়ুন)

একটু উষ্ণতাঃ কৃষ্ণা সাহা (পড়ুন)

বৃদ্ধাশ্রমে স্মৃতির সেই দিন গুলোঃ   সম্পা দত্ত (পড়ুন)

অপরাজিতা'র হলুদ গাঁদাঃ   ফিরোজ আখতার (পড়ুন)

দেবাশীষ দাঃ  আজহারুল ইসলাম (পড়ুন)

দার্জিলিঙের এক সকালঃ  সম্পা দত্ত (পড়ুন)








কল্পলোকঃ সান্ত্বনা দাস (পড়ুন)

মরশুমঃ সিলভিয়া ঘোষ (পড়ুন)




ইচ্ছেজ্বরঃ মলয়েন্দু মজুমদার (পড়ুন)

শীতকালটা এসেই গেলঃ বনবীথি পাত্র  (পড়ুন)






( একটুকরো ) আমার বেলা যে যায়ঃ  বর্ণনা বসু (পড়ুন)

( চিঠি ) আকাশের ঠিকানায়ঃ   ঊর্মিমালা মজুমদার (পড়ুন)








Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান