অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Showing posts with label SPRING 2019. Show all posts
Showing posts with label SPRING 2019. Show all posts

Saturday, March 30, 2019

কবিতা-বসন্ত বাহার -তারক কুমার দাস


বসন্ত বাহার 
তারক কুমার দাস


কৃষ্ণচূড়ার রঙ 
যখন হাতছানি দেয় 
মৃদুমন্দ দখিনা বাতাসকে 
পাতার আড়ালে বসে 
শিষ দিয়ে ওঠে কোকিল ।
লাজে রাঙা কৃষ্ণচূড়া। 
ভোরের শিশিরবিন্দু 
ফোঁটা ফোঁটা জল ফেলে 
সবুজ ঘাসের গালিচায়। 
নিলাজ ভ্রমর 
গুন গুন করে প্রেম নিবেদন করে 
ফুটন্ত ফুলের কানে কানে। 
বসন্তের আবির নিয়ে হাজির
দোল পূর্ণিমার সাঁঝবেলা ।
দামাল যৌবন 
হাত বাড়িয়ে ছুঁতে চায় 
পূর্ণিমার চাঁদ। 
ভরা যৌবনে 
ছুটন্ত নদী আর দুরন্ত হাওয়া 
পাল্লা দেয় এ ওর সাথে। 
যেতে যেতে বলে যায় 
বসন্ত এসেছে
যত রঙ লুটে নাও 
এটুকুই জীবনের পাওয়া।
http://aleekpatamagazine.blogspot.com/2019/03/index-spring-number-2019.html




















কবিতা-যখন বসন্ত এলো -পল্লব সরকার


যখন বসন্ত এলো 
পল্লব সরকার 
Related image


তোমার যখন "বসন্ত" এলো
  আমার "হেমন্ত "বেলা।
তোমার দুয়ারে ফাগুন বাতাস 
   আমার হৃদয়ে দোলা।

আমার বসন্ত শীতের ওপারে 
       যখন মারছে উঁকি
তোমার বসন্ত রঙিন তখন
 ' বেনীআসহকলায়মাখি।

আমার বসন্ত শীতের শেষে
   যখন এলো অবশেষে ;
তোমার বসন্ত ফুলের মেলায় 
       মাতাল মধুমাসে।

বসন্ত আসে সবার জন্য 
   রঙের আগুন ভরে ,
কেউ জ্বালায় প্রদীপ শিখা 
    কেউ বা পুড়ে মরে।
http://aleekpatamagazine.blogspot.com/2019/03/index-spring-number-2019.html



















Friday, March 29, 2019

কবিতা-নিত্যকালের সত‍্য কথা -ঊর্মিমালা মজুমদার


নিত্যকালের সত‍্য কথা 
ঊর্মিমালা মজুমদার 



পৃথিবীর বুকে একই মঞ্চে পুরুষ এবং নারী।
পুরুষটি কেন পদে ভারী তবে? নারী কেন আনাড়ী?
সৃষ্টির কালে কন্যা পুত্র একই গর্ভে ঠাঁই,
দিবা নিশী তবে কেন দাবী তোলো,পুত্র সন্তান চাই?
সহজ কথাটা মগজে ঢোকেনা, বুদ্ধির এমনই ধার?
হেরে বসে আছো নিজেরাই,পরে নির্বুদ্ধিতার হার।
মরণের পরে মাতা ও পিতার শান্তি সংস্থান,
সর্ব অগ্রে তিনদিনে করে, কন‍্যা সন্তান।
হবে কি পুরুষ কখনো জনক, নারী বিনা একাকী?
নারীর ভাগ্যে এতো লাঞ্ছনা, কেন তবে দিলে আঁকি?
শহরতলির অফিস ঘরে, ট্রেনে,বাসের ব‍্যস্ত ভীড়ে,
ঘুপচি গলির ঘন আঁধারে,গুপ্ত ভাবে সেবন করো নারী অঙ্গের স্বাদ, 
ওঠাওনা প্রতিবাদ!

ধরো মনে করো সারা ভূ-ভাগে পুরুষের বসবাস,
নারীর কোথাও চিহ্নটি নেই, শুনশান চারিপাশ।
পশুর রাজ‍্যে, পাখিরালয়ে, বাগিচার কোণে কোণে,
পুংপ্রজাতি রাজত্ব করে, স্বর্ণ সিংহাসনে।
ফলবে কি কোনো সোনার ফসল, জ্বলবে কি কোনো বাতি?
পারবে কি তবে জন্ম নিতে মনুষ‍্য প্রজাতি?
তাই বলি শোনো, দম্ভ কে মেরে, মগজে লাগাও শান,
নারীকে কভু করোনা হেলা, কর যথার্থ সম্মান।
http://aleekpatamagazine.blogspot.com/2019/03/index-spring-number-2019.html



















কবিতা-অন্তর্জ্যোতি -মাম্পী ঘোষ

অন্তর্জ্যোতি 

মাম্পী ঘোষ





অভ্যেসের সীমানা কুঁকড়ে আসে
আর লাটাই এর সুতো গুটিয়ে নিতে শেখে হাত
ডানাদের আসমান না ছুঁতে পারা যন্ত্রণা
ঢেকে যায় রামধনু সুতোর স্বান্ত্বনা বুননে
যারা কুয়াশাকে ভালবাসে, ষ্টেশন ছুট ট্রেনের বিরহে
কাতর হয়না বরং, নতুন ভোরের অপেক্ষা বিলাসে
কাটিয়ে দেয় রাত
পরিত্যক্ত পথও মোহর সন্ধান দিতে পারে একদিন
কখনও সলতেকে দ্যাখোনা?
ফুরিয়ে আসা তেল এর শঙ্কা না করেই
নিজের অস্তিত্বটুকুও জ্বালিয়ে দেয়
শেষ রক্ষার অভিপ্রায়ে
http://aleekpatamagazine.blogspot.com/2019/03/index-spring-number-2019.html




















Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান