অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



"অলীক পাতা নববর্ষ সংখ্যা ১৪৩১ প্রকাশিত, সমস্ত লেখক -লেখিকা এবং পাঠক -পাঠিকাদের জানাই আন্তরিক শুভেচ্ছা..."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Showing posts with label Winter 2018. Show all posts
Showing posts with label Winter 2018. Show all posts

Tuesday, December 25, 2018

কবিতা- বহ্নিশিখা ঘোষ


দাবানল

Picture Courtesy: Google Image


হেমন্তের দুয়ার আঁটা,
সদর খুলতেই হুড়মুড়িয়ে
ঢুকে পড়লো শীত।

গৃহস্থের শ্যাওলা ধরা উঠোনে
পাপড়ি ভাঙা রঙের প্রলেপ,
পাহাড়েও বরফকুচি আর সান্তাক্লজ টুপি।

কমলালেবুর খোসা ছাড়ানো রোদ্দুরে
 শুরু হয় বনভোজন,
বড় পিচ্ছিল পথ চড়াই উৎরাই, সাবধানে---

এই যা! বেলুন ওড়ানো বাসটা সোজা
তিস্তার জলে।আজ নদীর বনভোজন
তাই দেখে পাহাড়ের ও ক্ষিধে পায়!

অরণ্যে জ্বলে ওঠে দাবানল,
তলপেটে মোচড় দেওয়া ব্যথাটা ফিরে এলে
হায়নারা জেগে ওঠে।

প্রসারিত রাত্রির বুকে নিঃসঙ্গ মৃত্যুর ছায়া,
যে ছায়াপথ দ্রৌপদী মাড়িয়েছে একদিন
শতাব্দী প্রাচীন কান্না জমে যায় বরফ কণায়

পিছমোড়া করে বাঁধা একটা শরীর
উন্মত্ত বুভুক্ষা মানুষ
দাবানলে সেঁকে ফেলে হাড়মাস সব।

কুয়াশার আবরণ সরে গেলে
খুব শীত,বড়ো শীত কাঁপুনি ধরায়
বিবস্ত্র সকালে পৃথিবী খোঁজে এক লজ্জাবস্ত্র।



চিত্রঋণঃগুগল ইমেজ  
পত্রসজ্জাঃস্বরূপ চক্রবর্তী



















কবিতা-শর্মিষ্ঠা রায়চৌধুরী


চন্দ্রগ্রহণ



Picture Courtesy: Google Image
              

     নিঝুম কালোরাতকে সাক্ষী রেখে,
     নিস্তব্ধ চারদিক অন্ধকারের গ্রাসে
     নিরিবিলি চোরাগলিতে ওরা দু'জন
     নির্ভেজাল প্রেমকে সঙ্গী করে,
     নীরবে পাশাপাশি চলেছে বহুক্ষণ -
     নিশুত-রাতের গোপন অভিসারে।

     নেশাতুর ভালোবাসায় মাখামাখি
     নিরলস দুটো শরীর-মন,
     নিবিড় ছোঁয়ায় ভরসার আলিঙ্গন
     নিভৃতে একান্তে কাটালো কিছুক্ষণ -
     নিস্তরঙ্গ জীবনে এল স্পর্শের শিহরণ,
     নিষ্কলুশ-নিষ্পাপ মনে লাগলো চন্দ্রগ্রহণ।



চিত্রঋণঃগুগল ইমেজ  
পত্রসজ্জাঃস্বরূপ চক্রবর্তী
















কবিতা-বর্ণনা দাস


স্মৃতির সাতকাহন


স্কেচঃ লেখিকা



আমার খাওয়া  প্রথম পিঠের পুর
আমার শোনা প্রথম গানের সুর

তোমার কাছে কখনও নিছক আবদার
কখনও বা গায়ে লেপটে কীর্তনের দরবার

মাকে লুকিয়ে দুটো সিঙাড়া বেশি খাওয়া
অংকের ভয়ে বাবার সামনে থেকে হাওয়া

তোমার কাছে সব চলত, আড্ডা,গল্পদেদার মজা,
সাথে চুসির পায়েসএলো ঝেলো আর জিবে গজা

তোমার বাঁ চোখের আঁচিলেমুখের বলিরেখায়
প্রতি টা সাদা চুলেকত কথাকত দিনের কত যাতনা,
সংগ্রামের সেসব  দিনতোমার মুখে গল্প কথা ভাবতামবুঝতাম না

 এখন বুঝি,তাই আজ মনে হল তোমার কথা লিখি
কটা পুরোনো কথা ভাবি আর কয়েকটা পুরোনো ছবি দেখি,

চললে তো বাক্স গুছিয়ে বহূদুরদাদুর সাথে থাকতে,
 পারতে তো এক থোকা চামেলি তে নিজের গন্ধ টা
ভরে রাখতে।।






স্কেচঃলেখিকা  
পত্রসজ্জাঃস্বরূপ চক্রবর্তী


















কবিতা- সুনন্দ মন্ডল

এক চক্ষু হরিণ

Picture Courtesy: Google Image

    নীল দিগন্ত ছুঁয়েছে সমুদ্রের কোমর
      পাখিটার গান ভেসে আসে তীরে
    বট গাছের ফাঁকে সূর্যের ক্ষীন আভা
    মলিন বুক পেতেছে সবুজ চাদরে।

   রাজা ছিল এক সেদিনের আসন আঁকড়ে
   পদ তলে হাজার অনুগত আর সহযোদ্ধা
   রক্তের মদে মেতেছিল বনানীর কোলে
   শিকারী হাতে মেপেছিল জ্ঞানের বোদ্ধা।

   খুন করেছিল পাপ হয়েছিল পাপী 
   ভাগ নেয়নি কেউই তপের ফলযোগ
   ‎নিশ্চুপে থেমে গিয়েছিল রথের চাকা
   ঘিরেছিল এক অনাগত মারন রোগ।

   চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে সব গিলে নিত যে
   হারাল বনের মাঝেই বাণ ভুলে শাপে
   এক চক্ষু হরিণ এর মতোই জীবন এখন
   কত সুখ হারিয়ে শুধু দুঃখটাকেই মাপে।




চিত্রঋণঃগুগল ইমেজ  
পত্রসজ্জাঃস্বরূপ চক্রবর্তী















       

Monday, December 24, 2018

কবিতা-শুভদীপ ঘোষ


অলীক পাতা আর রূপক কর্মধারা


Picture Courtesy: Google Image

                          



                     বুঁদ হয়ে আছি।

                     
                         তবুও মোহহীন ভাবে বহেমিয়ান।


  ...কিন্তু উটেরা ছেড়ে যেতে পারে না দেশ
                                       বালি আর সময়

        
            ঘড়ির কাঁটা পৌঁছে দিচ্ছে আমাদের 
 কিন্তু কী স্থির ভাবে কব্জি থেকে খুলে নিচ্ছে 
                                                শক্তি সমূহ !

        এর আগে এবং তারপর :কাব্যজগত
                
      
      -  ব্যকরণগত একটা যুক্তি টেনে দিচ্ছি অযথাই
                       অলীক পাতা আর রূপক কর্মধারা।






চিত্রঋণঃগুগল ইমেজ  
পত্রসজ্জাঃস্বরূপ চক্রবর্তী















কবিতা-কল‍্যাণী মোহান্ত


শীতের আমেজ



Picture Courtesy: Google Image



আঁধারের ভোর কুয়াশায় ঘেরা,
      পা ভেজে শিশিরেতে -
কেঁপে যায় দেহ, ফুলির কাছে
       এটাই শীতের মানে ।
পিঠে-পায়েস, পিকনিক, ঘোরা-
          এসব ফুলির স্বপ্ন ।
এবারও হয় নি শীতের পোশাক,
         চাদরটিও শতছিন্ন ।
ভোর না হতেই ,পেট ভরাতেই 
         ব‍্যস্ত জীবন তার -
তার সাথে ভয়, অনেক আগেই
          রাত্রি  নামবার ।
ঘরে ফিরে এসে ,আগুনের তাপে
     সেঁকে নেবে হাত -পা,
আধো ওম আধো শীতে কেটে যাবে
       দীর্ঘ----এ রাত টা ।
পনেরো টা শীত এ ভাবে ই গেছে,
      বাকি কথা জানে না।
আলাদা করে শীতের আমেজ,
       ফুলিরা বোঝে না -




চিত্রঋণঃগুগল ইমেজ  
পত্রসজ্জাঃস্বরূপ চক্রবর্তী




















Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান