অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Friday, April 14, 2017

স্বরূপ চক্রবর্তী


হারানো(বৈশাখী)সুখ




চৈত্রের শেষে চাঁদি পোড়া গরম

সুজ্জ্যি মামার হাতে ছড়ি,

ছট-ফট প্রান ঘামে হাঁসফাঁস

ঋতু রাজের সাথে আড়ি;

পয়লা বোশেখ, হাল খাতা পুজো

নেমন্তন্নের ছড়া ছড়ি,

হাঁফ ছাড়ে প্রান আকুল নয়ান

ভরসা শুধু কমলা ভোগ , মিঠে দই আর দরবেশের হাঁড়ি,

আরও আছে ভাই, শিশু আম আর

চিংড়ি , ইলিশ নিয়ে মারামারি

ডিজাইনার বর্ষবরণ

ভাপা ইলিশ আর চিংড়ির মালাইকারি।

হা হতোস্মি, অভাগা আমি পেটের দায়ে

বিদেশে দিয়েছি পাড়ি-

তোমরা সবাই লেখ কবিতা

আর আমি শুধু গুগল এ দর্শনে অর্ধ ভোজন করি।


বিধি সম্মত সতর্কীকরণ ঃমধুমেহ রোগাক্রান্তরা সাবধান


১৪/০৪/২০১৭


চিত্র ঋণঃ dgreetings.com
কোলাজ ঃ লেখক







দেবশ্রী চক্রবর্তী

নমামি বৈশাখ




এসো  বৈশাখ বরণ তোমায় করি

মন খানি মোর চঞ্চল,

আজ তোমায় আপন করি;

দীর্ঘ সময় পেরিয়ে

আজ ফের তুমি আছো দাঁড়ায়ে,

নিকিয়ে রেখেছি মনের দুয়ার,

দিয়েছি হাত বাড়ায়ে;

তোমার চোখে আকাশের নীল

আমি ভেসে যাই শঙ্খচিল,

তোমার পরনের নবীন সাজে

চঞ্চল মনে দুন্দুভি বাজে,

রক্তিম ফুল হলুদের তেজে-

চারিদিক দিলে ভরায়ে।

বৈশাখী হাওয়ার সতেজতায়

চৈত্র গিয়েছে হারায়ে;

ফুলে ফলে পল্লবে আজ

মন দিয়েছ বিছায়ে,

রবির হাতে হাত রেখে,

ছুটিয়ে দিয়েছি মন,

বৈশাখ তুমি এসে গেছ

আজ বাংলায় আলোড়ন;

গহন গভীর অন্তরে

চঞ্চল দুটি নয়নে


আজ সলামি আমদ তোমারে………


১৩/০৪/২০১৭

চিত্র ঋণ ঃ meme4u.com




Wednesday, April 12, 2017

Sanjukta Das


Painting




শিবু


 বিদ্বেষ


              

হাতুড়ী ঘা দিয়ে যায় বারে বারে শরীরে
এ যেন এক অভিশাপ- কার কোপ কার ঘাড়ে পড়ে ।
যান্ত্রিক ছলনাময় পৃথিবীর বিশ্বাসঘাতকতা
আমার ভাইয়ের মনে ছড়িয়ে দেয় নাশকতা ।

সে যে দস্তানায় ঢেকে রাখে হৃদয়ের ক্ষত
ঘৃণা চোখে পাশ কেটে চলে যায় পড়শি যত ।
চলকে ওঠে রক্তের চোরা-স্রোত গোপন মন্থনে
ঝলকে ওঠে শিরা-উপশিরা তুষ-আগুনে ।

আগুনেই পোড়া নয়, দহনেই শেষ হয় না ক্ষত
হলে তো বেশ হত, কাঁচা সোনা পাকা হত ।
পোড়া-কালো-গন্ধ ধোঁয়া আজ আকাশ ছুতে চায়
দিনের আলো রাতের অন্ধকার দিকে ছুটে যায় ।

দেখ, পৃথিবী কেমন ছুটে চলে অভ্যাসে
দেখো, কক্ষপথের কেন্দ্রে একটি সুর্যও ভাসে !   


                                                                                     
 চিত্রঋণ ঃ Christi Iynn Schwartzkopf.







অশোক দাস



ফুলে ফুলে নব-বর্ষ বরণ 





আলোকচিত্রঃ অশোক দাস 

Tuesday, April 11, 2017

রীনা রায়



হে বসন্ত





ঋতুরাজ হে বসন্ত
তুমি প্রকৃতিকে করে তোল
অপরূপ,
সাজিয়ে তোল
পলাশ শিমুল কৃষ্ণচূড়ার
লাল রঙে।

মৃদু মন্থর দখিনা হাওয়ায়
দোলা লাগে উচাটন মনে
পাতাঝরা গাছতলা দিয়ে
কোন এক আদিবাসী তরুণী
নূপুরের ঝংকার তুলে
চলে যায় দূরে, নিরুদ্দেশে।
ঠিক তখন ইচ্ছে হয়
তোমাকে ভালবাসতে
সুপ্ত বাসনায় মন ভিজিয়ে
তোমায় কাছে পেতে
ইচ্ছে হয়।
সেই অদম্য ইচ্ছেকে
বুকে নিয়ে
তোমায় ভালবাসি
হে বসন্ত।

আবীরের লাল রঙে
নিজেকে মিশিয়ে
রেঙে উঠি নতুন কোন রঙে।
সে রঙে মিলে যায়
পাখির কলতান,
আমার সঙ্গীত,
আর সব একাকার হয়ে যায়।
হে বসন্ত,
এই রঙ, এই সঙ্গীত
সব মিশে যাক,
আমি অপেক্ষায় থাকি
পথ চেয়ে।


 চিত্রঋণঃ ধনঞ্জয় মুখার্জি 

শীতল মিশ্র


দোল




অসময়ের বৃষ্টি
বসন্তের আগুনে দিল জল
তবু ও রোদ উঠেছে দোলের দিন।

তোমার বাড়ির ছাদখানায় 
জমে আছে জল এখনো।
শুকনো পাতা সরানোর নেই কেউ
বাগান খানায় আগাছা দিচ্ছে উঁকি
এলোমেলো এখান সেখান।

তবু আজ দোল।

চুপিসারে দরজা ঠেলে
তোমার চিলে কোঠার ঘরে,
পৌঁছে যাই তোমায় রাঙাবো বলে।

যেখানে নেই কেউ।

আছি শুধু আমি একা।

আমার হৃদয় নিংড়ে
ছড়িয়ে দিই আবির
নিঃশব্দে চোখের জলে,

তোমার দোহার আর আলখাল্লার ওপর,,,,



         উৎসর্গ:প্রয়াত লোকশিল্পী কালীকাপ্রসাদ চরণে

                                                                           
চিত্র ঋণঃ independent.co.uk

Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান