সদ্যোমৃতা
চিত্রঋণঃwww.google.com |
নিশ্ছিদ্র অন্ধকার
স্তব্ধ সময়।
শুধু আঁধারের বুক চিরে
আকুতি আর্তনাদ।
অমানিশার সুড়ঙ্গ পথে যাত্রা শুরু
আলো চাই একটু আলো।
মুক্ত করো হে প্রভু।
অন্তরাত্মার জন্মলগ্নে শুধু আমার তরে
যে প্রাণ কুসুম চয়নে
সাজিয়েছে আগমনী ডালা-
প্রাণরস উজাড় করেছে নাড়ীর বাঁধনে,
দেখি তাঁরে।
সেই চিন্ময়ী সত্তার পাদপ্রান্তে
দিই প্রথম প্রেমান্জলি।
জননী আমার !
বর্নময় এ পবিত্র ধরণী স্পর্শের পূর্বেই
অনুভবে ছুঁয়েছি তোমায়।
প্রাণবায়ু বুক ভরে নিয়েছে
তোমার ঘ্রাণ।
কোনো এক অজানা দেশ পেরিয়ে
বিস্মৃতির আবরণ ভেদ করে,
তোমার গর্ভে আমি,
তোমার আত্মজা।
তবে আর কেন বিলম্ব?
আমায় উন্মুক্ত করো মা।
তোমার স্নেহচুম্বনে নিঃষিক্ত হোক
আমার অস্তিত্ব।
........................................
এ কি নরক যন্ত্রনা মা !
কোথায় তুমি?
কোথায় সেই পরিচিত অনুভূতি?
কোথায় সেই চির আকাঙ্খিত
জন্মক্ষণ ?
সদ্যোমৃতা আমি !
অবান্ছিত অপ্রত্যাশিত
রক্তাক্ত মাংসপিন্ডে হাতড়ে
খুঁজি আমার
অপরাধ।
কেন এ পক্ষপাত?
........................
আর তবে আসব না মা
যদি আর জন্মের পার থেকে
আবারও ভেসে আসে
তোমার আগমনী সুর-
বুঝে নেব সেইদিন,
মিথ্যে সব মিথ্যে।
পরিহাস আর শুধুই
অগ্নিপরীক্ষা।
শুধুমাত্র একটি প্রশ্ন,
এই কপট প্রেমের প্রহসনে
প্রকৃতি যদি রয়ে যায় চির-অধরা,
বয়ে নিয়ে যেতে পারবে তো তোমার
সৃষ্টির অঙ্গীকার ?