অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Saturday, September 2, 2017

দেবশ্রী চক্রবর্তী

 ভালো হোক তোমার


Picture Courtesy: Pinterest



এত কোলাহল,
এত ছোটা ছুটি.....
এত হাসি আর ব্যথা,
এসবের মাঝে
আমি তবু বড় একা....


বন্ধু, তোমায় খুঁজতে,
খুঁজতে, গ্রাম,শহর,দেশ
সব হ'য়ে গেছে দেখা।
ক্লান্ত পায়ে বাড়ি ফিরে,


দেখি উদ্বিগ্ন দুটি চোখ,
দুহাতে জড়িয়ে মনে মনে বলে-
'
তোমার ভালো হোক'
লজ্জায় লাল গাল দুটি মোর
আঁখি দুখানি ভরে জলে,


ঘরে ফেলে রেখে এমন বন্ধু
জন-অরণ্যে কেউ কি খুঁজে মরে ?





Thursday, August 31, 2017

স্বরূপ চক্রবর্তী



আগমনী






বানভাসি ধু ধু প্রান্তরে
জেগে থাকা মাটির রং আজ ধূসর,
ত্রাণের ত্রিপল ঢাকা ভূখন্ড
ওড়ায় নিশান, ধাতব ত্রাণ বাহীর
উড়ন্ত দৃষ্টি তে পড়ার আপ্রাণ চেষ্টায়।

উমা, মা ,তুই আসছিস  তো?
তোর বাপের বাড়িতে আজ
বড়ই অনটন, অভাব।
কাদামাখা দ্বীপে সামান্য স্থানে
আমাদের দিন গুজরান,

কিন্তু তবুও আসিস কিন্ত বাছা,

শত অভাবেও তোর জন্য
একটুকরো কাশফুলে ভরা জমি
ছেড়ে রেখেছি।

সামান্য এই অর্ঘ্য স্বীকার করিস
মা…………|





শিবু

অজানা নদীটি


চিত্রঋণঃwww.artmajeur.com 



আমি প্রেমে পড়েছি বারবার তোর,
জানতে দিইনি কাউকেও, কিচ্ছুটি
তোর  স্মৃতি চর হয়ে জেগে ওঠে
তবু তা জানতে পায়নি নদীটি।

শব্দে-রুপকে সাজিয়েছি তোকে
মুখ ফুটে বলতে পারিনি বলে
যন্ত্রণা প্রতিবাদী প্রতিপলে
তবুও আগলে রেখেছি বুকে।

মেতেছি রঙ্গিলা স্বপ্ন নিয়ে
তোকে ঘিরে বুনেছি মহাজাল
সুখ-দুঃখ বুনে চলি মাকুতে 
বুকজলে ডুবে খুঁজি তোর অন্তরাল।

একপাশে তুই থাক অন্যপাশে আমিটি
মাঝখানে বয়ে যাক অজানা সেই নদীটি। 


দেবশ্রী দাশগুপ্ত

সদ্যোমৃতা

চিত্রঋণঃwww.google.com


নিশ্ছিদ্র অন্ধকার
স্তব্ধ সময়
শুধু আঁধারের বুক চিরে
আকুতি আর্তনাদ
অমানিশার সুড়ঙ্গ পথে যাত্রা শুরু
আলো চাই একটু আলো
মুক্ত করো হে প্রভু
অন্তরাত্মার জন্মলগ্নে শুধু আমার তরে
যে প্রাণ কুসুম চয়নে
সাজিয়েছে আগমনী ডালা-
প্রাণরস উজাড় করেছে নাড়ীর বাঁধনে,
দেখি তাঁরে
সেই চিন্ময়ী সত্তার পাদপ্রান্তে
দিই প্রথম প্রেমান্জলি
জননী আমার !
বর্নময় পবিত্র ধরণী স্পর্শের পূর্বেই
অনুভবে ছুঁয়েছি তোমায়
প্রাণবায়ু বুক ভরে নিয়েছে
তোমার ঘ্রাণ
কোনো এক অজানা দেশ পেরিয়ে
বিস্মৃতির আবরণ ভেদ করে,
তোমার গর্ভে আমি,
তোমার আত্মজা
তবে আর কেন বিলম্ব?
আমায় উন্মুক্ত করো মা
তোমার স্নেহচুম্বনে নিঃষিক্ত হোক
আমার অস্তিত্ব
........................................
কি নরক যন্ত্রনা মা !
কোথায় তুমি?
কোথায় সেই পরিচিত অনুভূতি?
কোথায় সেই চির আকাঙ্খিত
জন্মক্ষণ ?
সদ্যোমৃতা আমি !
অবান্ছিত অপ্রত্যাশিত
রক্তাক্ত মাংসপিন্ডে হাতড়ে
খুঁজি আমার
অপরাধ
কেন পক্ষপাত?
........................
আর তবে আসব না মা
যদি আর জন্মের পার থেকে
আবারও ভেসে আসে
তোমার আগমনী সুর-
বুঝে নেব সেইদিন,
মিথ্যে সব মিথ্যে
পরিহাস আর শুধুই
অগ্নিপরীক্ষা
শুধুমাত্র একটি প্রশ্ন,
এই কপট প্রেমের প্রহসনে
প্রকৃতি যদি রয়ে যায় চির-অধরা,
বয়ে নিয়ে যেতে পারবে তো তোমার

সৃষ্টির অঙ্গীকার ?



Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান