পূজোর জন্য
পূজো এলেই খুঁজে ফিরি
শিউলি ফুলের গন্ধ ।
শিশির ধোয়া ঘাসের পরে
বাতাস মৃদু মন্দ।
শিউলি ফুলের গন্ধ ।
শিশির ধোয়া ঘাসের পরে
বাতাস মৃদু মন্দ।
নীল আকাশে মেঘের ভেলা
তুলোর মতো ভাসে
সোনা রোদের লুটোপুটি
ধানের শিষে হাসে ।
তুলোর মতো ভাসে
সোনা রোদের লুটোপুটি
ধানের শিষে হাসে ।
নদীর ধারে কাশের বনে
হাঁসের আনাগোনা ,
মাঠের পরে খেলা করে
শরতের আল্পনা।
হাঁসের আনাগোনা ,
মাঠের পরে খেলা করে
শরতের আল্পনা।
ঘুমের চোখে চাদর গায়ে
সবার সংগে বসে
আকাশবাণীর মহালয়ায়
পূজোর গন্ধ আসে।
সবার সংগে বসে
আকাশবাণীর মহালয়ায়
পূজোর গন্ধ আসে।
নূতন জামা, জুতো পড়ে
হাতে রঙিন বেলুন -
ঢাকের আওয়াজ, মায়ের সাজ
কে ভুলতে পারে বলুন?
হাতে রঙিন বেলুন -
ঢাকের আওয়াজ, মায়ের সাজ
কে ভুলতে পারে বলুন?
ইচ্ছে করে যাই হারিয়ে
পুরনো সেই দিনে ।
দু-হাত ভরে নিই লুটে নিই
যা চায় মনে-প্রাণে ।
পুরনো সেই দিনে ।
দু-হাত ভরে নিই লুটে নিই
যা চায় মনে-প্রাণে ।
পূজো আসে, যায় পূজো
নিয়মের তালে তালে;
শিউলি ফুলের গন্ধ যেন
কমছে কালে কালে ।
নিয়মের তালে তালে;
শিউলি ফুলের গন্ধ যেন
কমছে কালে কালে ।
শরত এখন ভারত জুড়ে
জৌলুসেরি খনি ,
বিজ্ঞাপনের কেনাবেচায়
চলছে টানাটানি ।
জৌলুসেরি খনি ,
বিজ্ঞাপনের কেনাবেচায়
চলছে টানাটানি ।
এসো এসো দূর্গা মাগো
আবার আগের মতো-
তোমার শক্তি লাগাও কাজে
দূর করো সব ক্ষত ।
আবার আগের মতো-
তোমার শক্তি লাগাও কাজে
দূর করো সব ক্ষত ।