হৃদয়
Image Courtesy: Google Images |
হৃদয়....? সে তো
ত্রিভুজাকৃতি একখন্ড জমি
আর আছে ওই ধুকপুকানি
টেকনিক্যালি ভাবতে গেলে
শরীরের আর পাঁচটা অংশ যেমন
হৃদয়ও ঠিক তাদের মতো।
কিন্তু যখন ভাবাবেগের দাঁড়িপাল্লায়
রাখতে গিয়ে হৃদয় নামক যন্ত্রটা
যে বড়ই কঠিন, বড়ই নরম।
হাসি কান্না মান অভিমান সবই
যে বাঁধা সেথায় যতন করে
ভালোবাসার আদান প্রদান হয়
যেখানে হৃদয় দিয়ে।
হৃদয়ে হৃদয়ে কথা হলে তবেই তুমি
নাকি মানুষ বলে গণ্য হলে
ওই হৃদয় নিয়েই যত জ্বালা
কান্না হাসির হাজার রকম ছলাকলা।
লাবডুবটা বন্ধ হলেই,,,,,
হৃদয় নামক যন্ত্রটার আবেগগুলো
ফুরুত করে পালান দিলো এক নিমিষে।
ত্রিভুজাকৃতি একখন্ড জমি
আর আছে ওই ধুকপুকানি
টেকনিক্যালি ভাবতে গেলে
শরীরের আর পাঁচটা অংশ যেমন
হৃদয়ও ঠিক তাদের মতো।
কিন্তু যখন ভাবাবেগের দাঁড়িপাল্লায়
রাখতে গিয়ে হৃদয় নামক যন্ত্রটা
যে বড়ই কঠিন, বড়ই নরম।
হাসি কান্না মান অভিমান সবই
যে বাঁধা সেথায় যতন করে
ভালোবাসার আদান প্রদান হয়
যেখানে হৃদয় দিয়ে।
হৃদয়ে হৃদয়ে কথা হলে তবেই তুমি
নাকি মানুষ বলে গণ্য হলে
ওই হৃদয় নিয়েই যত জ্বালা
কান্না হাসির হাজার রকম ছলাকলা।
লাবডুবটা বন্ধ হলেই,,,,,
হৃদয় নামক যন্ত্রটার আবেগগুলো
ফুরুত করে পালান দিলো এক নিমিষে।