বিষাদ সন্ধ্যার শেষ বিকেল
|
Image Courtesy : Google Images |
এদিনে পড়ছে মনে, সেদিনের আমি
বছর তেইশের দামাল করা উদ্ধ্যত দূরন্ত কিশোর
আর তুমি সেই লাজুক লাজুক সদ্য বয়ঃসন্ধি পেরোনো অষ্টাদশী কিশোরী।
কনে দেখার মিষ্টি নরম আলোয়,
দূর্বার যৌবনে তোমার আমার প্রথম দেখা
অপরুপ রুপবতী ঠোঁটের কোন বেয়ে চিবুকে
অবাধ্য নেমে আসা ছোট্ট তিলটা
অনেকে সেটাকে আবার বিউটি স্পট বলে জানি।
সাথে সুন্দর হাসি,,,
দেখে অজান্তে বয়সের সাপ হিস্ হিস্ ফনা তুলে
শিঁড়দাড়া বেয়ে নেমে আসে।
অজান্তে মন গেয়ে ওঠে---
"আমার মনের কোনের বাইরে"
তির তির শিহরিত হয় ভাললাগার অনুরনণে।
নিজের অজান্তে নিজের নজর লেগে না যায়
মন গেয়ে ওঠেছিল" ও চাঁদ সামলে রাখো জোছনাকে……"
হৃদয়ের সুক্ষতন্ত্রীতে তোমায়
দিয়েছি যত্ন করে
স্বপ্নের উষ্ণতা, আর ভালোবাসা জড়ানো রিনিঝিনি আবেশের মাদকতা।
তেইশ আর আঠারোর উদ্দাম ভাললাগার অদ্ভুত রসায়ন।
বাসর ঘরে আকুলকরা প্রেমের
স্বাধীনতায়
নীরব ভালবাসার নীরবতার প্রশ্রয়,
কানে কানে ভালবেসে 'শ্রী' 'শ্রী' বলে ডাকা তুমি আমার একান্ত কেবল আমারই 'শ্রী' শ্রীতমা থেকে।
বেশ তো ছিল আমাদের সংসার, মারন কর্কট রোগ এসে ছিনিয়ে নিল তোমায়, রেখে গেলে আমায় বহুদূরে গেলে
চলে।
এখন সময়ের নিরীখে দগ্ধ মনের কোনে জ্বলছে,
তোমার ফেলে যাওয়া মন ভার করা কিছু স্মৃতি,
আমার শেষ বিকেলের বিষাদ সন্ধ্যা, চিলেকোঠা ঘর, একাকী নির্জন একলা দুপুর, ছাদের বেয়াড়া কার্ণিশ ।
আমার পাঁকা চুলের ভাজ, মোটা ফ্রেমের চশমা আর সময়ের বাঁকে হারানো আশৈশব, তোমায় নিয়ে মন মাতানো কিছু স্মৃতিরা,
বিষন্ন বিকেলে মনের অবসন্নতায়, তারা "বিকেলে ভোরের ফুল
"হয়ে ফিরে ফিরে আসে।
একাকীত্বকে সাথী ক'রে বাঁচার আর সাধ নেই 'শ্রী'
তোমার কাছে যেতে চাই, সুন্দর পৃথিবীকে বলি যেতে যেতে……
"আমার যাবার সময় হল দাও বিদায়, মোছ আঁখি…………বিদায়"
সময়ের ডাক এসেছে 'শ্রী' আসছি তোমার পাশে
একটু বোসো অপেক্ষা করো আমি আসছি!!!!!!!!!!!