অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Sunday, August 26, 2018

Jugal Bandi 5 -Poetry-Mustaque Ahmedঃ Soham Sanyal


    JUGAL BANDI No. #5 

Written By: Mustaque Ahmed
Painting By: Soham Sanyal

The Last Train







Occasions are to be destroyed,
Expectations are to be concealed,
'To be loved' is to be killed,
Solitude is to be filled -
With doubt and dyed.
None to provide that depth of yours,
That Innocence of yours,
That intimacy of yours.
So, this journey ends with you,
Not with your memories.
Oscillating between mind and heart,
Which should be given the priority -
Career or the heart's craving ???
Till today, the last train 
Brings the lamentation for the not chosen.
With the blow of the whistle
That golden opportunity gone.
And the heartless decision
Provides the mental ache of hell.





                                                                        Illustration: Firoz Akhtar and Swarup Chakraborty
























Saturday, August 25, 2018

যুগলবন্দী ৯ -কবিতা -সান্ত্বনা  দাসঃ মুস্তাক আহমেদ

    যুগলবন্দী- সংখ্যা # ০৯   

কলমেঃ সান্ত্বনা   দাস
ক্যামেরায়ঃ মুস্তাক আহমেদ 


ঝুমা







সেদিনও এমনিই বৃষ্টি ছিল। 
আমরা হেঁটেছিলাম হাত ধরে 
সমুদ্রের তীরে তীরে, 
এমনই বৃষ্টি ছিল ঝুমা। 
বৃষ্টির ফোঁটাগুলো 
গড়িয়ে পড়ছিল 
তোমার চুল থেকে 
মুখে, চোখে, ঠোঁটে।
মিষ্টি হাসি লেগেছিল 
তোমার মুখে,
সব পাওয়ার আনন্দ 
তোমার চোখে।
বৃষ্টি পড়ছিল আপন খেয়ালে 
টিপ টিপ টুপ টাপ। 
আমার ডান হাতের আঙুলগুলো 
জড়িয়ে ছিল 
তোমার বাম হাতের আঙুলে। 
দুজনের একসাথে 
পায়ের ছাপ পড়ছিল 
ভিজে বালির ওপর।
আকাশে মেঘের গুঞ্জন 
সমুদ্রে ঢেউয়ের গর্জন। 
ফিস ফিস করে বললে 
'আমায় ছেড়ে কখনও 
যেওনা তুমি '।
তোমার কপালের লাল টিপটা
জ্বল জ্বল করে উঠল 
বিকেলের আলোয় ,
তোমার মাথায় পরম আশ্বাসে 
হাত রাখলাম  আমি। 
কলকাতায় এসে 
জ্বরে পড়লে তুমি|
দিন দিন বেড়েই চলল জ্বর|
তোমার ক্লিষ্ট মুখে
সব হারানোর ভয়|
ওষুধে আর ডাক্তারে
ভরিয়ে দিলাম ঘর|
মনে মনে ভাবলাম
ভয়কে করব জয়|
একদিন
বৃষ্টি নামল ঝমঝম করে 
তুমি বললে 
'জানালাটা দাও বন্ধ করে'। 
বন্ধ শার্সিতে বৃষ্টির ফোঁটা, 
দুধ সাদা বিছানায় তুমি। 
এমনি করেই শ্রাবণটা কাটছিল। 
হঠাৎ একদিন বিছানাটা 
খালি হয়ে গেল। 
তুমি চলে গেলে 
কোন এক অপার্থিব জগতে।
রইল পড়ে ওষুধের শিশি,
স্যুপের বাটি 
আর তোমার ব্যবহারের জিনিস 
দেশি বিদেশি।
পড়ে রইল বিছানার পাশে 
ফুল সদ্য ফোটা। 
শ্রাবণটা এখনই যায়নি চলে। 
বৃষ্টি নামে 
ফোঁটা জমে শার্সির গায়ে। 
তোমার স্পর্শ লাগা আঙুলে 
ফোঁটা কোটে নাম লিখি 
        'Jhuma'
তোমাকে পারিনি রাখতে কাছে 
তুমি আমায় করে দিও ক্ষমা।








অলঙ্করণ ঃ ফিরোজ আখতার, স্বরূপ চক্রবর্তী

BACK TO INDEX














যুগলবন্দী ১8 -কবিতা -মৌসুমি চক্রবর্তীঃ ফিরোজ আখতার

    যুগলবন্দী- সংখ্যা # ১৪ 

কলমেঃ মৌসুমি চক্রবর্তী
ক্যামেরায়ঃ  ফিরোজ আখতার


 বৃষ্টি বিন্দু 







তখন চৈত্র বেলা----
 ফুটিফাটা ছিল মাটি
 জীর্ণ , ধূসর আমার সবুজতা 
বুকের পশমে যন্ত্রণা; পরিপাটি

আজ যখন বৃষ্টি গেছে থেমে
    তবু রূপকথা টুপটুপ লুটোপুটি 
    সবুজ পাতারা হাওয়ার সাথে মিলে
    করে সারাবেলা কানাকানি, খুনসুটি।




                                                                                                               অলঙ্করণঃ ফিরোজ আখতার, স্বরূপ চক্রবর্তী


















যুগলবন্দী ১৯-কবিতা -অভীক দে সরকারঃ মৌসুমি চক্রবর্তী

    যুগলবন্দী- সংখ্যা # ১৯  

কলমেঃ  অভীক দে সরকার
ক্যামেরায়ঃ  মৌসুমি চক্রবর্তী

আমার আকাশ






তুমি আমার ভোরের আকাশ


মিষ্টি রোদের আলো, 


তুমি সকালের হিমেল বাতাস 


সবার থেকে ভালো ।।


তুমি আমার ক্লান্ত দুপুর 


ভাত ঘুমের আরাম, 


তুমি আমার বীণার সুর


চিঠির যেমন খাম  ।।


তুমি আমার সাঁঝের আকাশ 


আলো আঁধারির খেলা, 


তুমি আমার ফুলের সুবাস 


বিনি সুতোর মালা  ।।


তুমি আমার রাতের আকাশ


জোনাক পোকার আলো, 


তুমি আমার শরৎ এর কাশ


পূর্ণিমার মায়াবী আলো  ।।


তুমি আমার জীবন আকাশে


ঠিক যেন শুকতারা, 


তোমার হৃদয়ের স্নিগ্ধ পরশে


হব না কভু পথহারা  ।।




অলঙ্করণ ঃ ফিরোজ আখতার, স্বরূপ চক্রবর্তী
















Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান