অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Saturday, March 30, 2019

কবিতা-যখন বসন্ত এলো -পল্লব সরকার


যখন বসন্ত এলো 
পল্লব সরকার 
Related image


তোমার যখন "বসন্ত" এলো
  আমার "হেমন্ত "বেলা।
তোমার দুয়ারে ফাগুন বাতাস 
   আমার হৃদয়ে দোলা।

আমার বসন্ত শীতের ওপারে 
       যখন মারছে উঁকি
তোমার বসন্ত রঙিন তখন
 ' বেনীআসহকলায়মাখি।

আমার বসন্ত শীতের শেষে
   যখন এলো অবশেষে ;
তোমার বসন্ত ফুলের মেলায় 
       মাতাল মধুমাসে।

বসন্ত আসে সবার জন্য 
   রঙের আগুন ভরে ,
কেউ জ্বালায় প্রদীপ শিখা 
    কেউ বা পুড়ে মরে।
http://aleekpatamagazine.blogspot.com/2019/03/index-spring-number-2019.html



















Friday, March 29, 2019

কবিতা-নিত্যকালের সত‍্য কথা -ঊর্মিমালা মজুমদার


নিত্যকালের সত‍্য কথা 
ঊর্মিমালা মজুমদার 



পৃথিবীর বুকে একই মঞ্চে পুরুষ এবং নারী।
পুরুষটি কেন পদে ভারী তবে? নারী কেন আনাড়ী?
সৃষ্টির কালে কন্যা পুত্র একই গর্ভে ঠাঁই,
দিবা নিশী তবে কেন দাবী তোলো,পুত্র সন্তান চাই?
সহজ কথাটা মগজে ঢোকেনা, বুদ্ধির এমনই ধার?
হেরে বসে আছো নিজেরাই,পরে নির্বুদ্ধিতার হার।
মরণের পরে মাতা ও পিতার শান্তি সংস্থান,
সর্ব অগ্রে তিনদিনে করে, কন‍্যা সন্তান।
হবে কি পুরুষ কখনো জনক, নারী বিনা একাকী?
নারীর ভাগ্যে এতো লাঞ্ছনা, কেন তবে দিলে আঁকি?
শহরতলির অফিস ঘরে, ট্রেনে,বাসের ব‍্যস্ত ভীড়ে,
ঘুপচি গলির ঘন আঁধারে,গুপ্ত ভাবে সেবন করো নারী অঙ্গের স্বাদ, 
ওঠাওনা প্রতিবাদ!

ধরো মনে করো সারা ভূ-ভাগে পুরুষের বসবাস,
নারীর কোথাও চিহ্নটি নেই, শুনশান চারিপাশ।
পশুর রাজ‍্যে, পাখিরালয়ে, বাগিচার কোণে কোণে,
পুংপ্রজাতি রাজত্ব করে, স্বর্ণ সিংহাসনে।
ফলবে কি কোনো সোনার ফসল, জ্বলবে কি কোনো বাতি?
পারবে কি তবে জন্ম নিতে মনুষ‍্য প্রজাতি?
তাই বলি শোনো, দম্ভ কে মেরে, মগজে লাগাও শান,
নারীকে কভু করোনা হেলা, কর যথার্থ সম্মান।
http://aleekpatamagazine.blogspot.com/2019/03/index-spring-number-2019.html



















কবিতা-অন্তর্জ্যোতি -মাম্পী ঘোষ

অন্তর্জ্যোতি 

মাম্পী ঘোষ





অভ্যেসের সীমানা কুঁকড়ে আসে
আর লাটাই এর সুতো গুটিয়ে নিতে শেখে হাত
ডানাদের আসমান না ছুঁতে পারা যন্ত্রণা
ঢেকে যায় রামধনু সুতোর স্বান্ত্বনা বুননে
যারা কুয়াশাকে ভালবাসে, ষ্টেশন ছুট ট্রেনের বিরহে
কাতর হয়না বরং, নতুন ভোরের অপেক্ষা বিলাসে
কাটিয়ে দেয় রাত
পরিত্যক্ত পথও মোহর সন্ধান দিতে পারে একদিন
কখনও সলতেকে দ্যাখোনা?
ফুরিয়ে আসা তেল এর শঙ্কা না করেই
নিজের অস্তিত্বটুকুও জ্বালিয়ে দেয়
শেষ রক্ষার অভিপ্রায়ে
http://aleekpatamagazine.blogspot.com/2019/03/index-spring-number-2019.html




















INDEX SPRING NUMBER 2019



।। সূচিপত্র ।।

ঋতুরাজ সংখ্যা ২০১৯


প্রচ্ছদঃ বর্ণালী গাঙ্গুলী সম্পাদকঃ স্বরূপ চক্রবর্তী প্রকাশিকাঃ দেবশ্রী চক্রবর্তী

।। সম্পাদকীয়।। (পড়ুন)

।। গল্প।।
চৈত্রের বাজার ।। শম্পা সান্যাল (পড়ুন)
রঙবাজী ।। স্বরূপ চক্রবর্তী (পড়ুন)


।। কবিতা ।।
। পলাশ পর্ব।
পলাশ ।। দেবশ্রী চক্রবর্তী (পড়ুন)
আগুন রাঙা জয় ।। কৃষ্ণা সাহা (পড়ুন)
আমি তোমার সীমন্তী।।কৃষ্ণা সাহা (পড়ুন)
গ্ৰীনহাউসে বসন্ত ।। সম্পা পাল (পড়ুন)
যখন বসন্ত এলো ।। পল্লব সরকার (পড়ুন)
বসন্ত বাহার ।। তারক কুমার দাস (পড়ুন)



।। মুক্ত গদ্য ।।
বসন্ত-কথা ।। শম্পা সান্যাল (পড়ুন)
আজি বসন্ত জাগ্রত দ্বারে ।। কৃষ্ণা সাহা (পড়ুন)
দুহাতে আবীর মেখে রাঙাবো মনের সুখে।।সম্পা দত্ত দে (পড়ুন)


।। কবিতা ।।
। শিমুল পর্ব।
দুটি কবিতায় ভাবনা ।। সম্পা দত্ত দে (পড়ুন)
(এক) প্রেমের ফাগুন বসন্তে সেদিন 
(দুই)  এদিনের বসন্তে গ্লোবাল ওয়ার্মিং 



।। কবিতা ।।
। আবীর পর্ব।
সবুজজনম ।। ফিরোজ আখতার (পড়ুন)
রজনীগন্ধা ।। শুভদীপ ঘোষ (পড়ুন)
মা ।। মলয়েন্দু মজুমদার (পড়ুন)
নিত্যকালের সত‍্য কথা ।। ঊর্মিমালা মজুমদার (পড়ুন)
শেষ উপহার ।। সান্ত্বনা দাস (পড়ুন)
অন্তর্জ্যোতি ।। মাম্পী ঘোষ (পড়ুন)


।। আজকের ভাবনা ।।
প্রয়াস ।। ঊর্মিমালা মজুমদার (পড়ুন)
নীরবতা ।। পল্লব সরকার (পড়ুন)
ফেলে যাওয়া ।। বেলা দে (পড়ুন)


।। আঁকিবুঁকি ।।
জলরঙ ।। দেবরূপা চক্রবর্তী (সপ্তম শ্রেনী) (দেখুন)


।। স্বরচিত কবিতা আবৃত্তি ।।
।। দেবশ্রী চক্রবর্তী।। (শুনুন)
।। মলয়েন্দু মজুমদার ।। (শুনুন)
 







































Tuesday, December 25, 2018

কবিতা- বহ্নিশিখা ঘোষ


দাবানল

Picture Courtesy: Google Image


হেমন্তের দুয়ার আঁটা,
সদর খুলতেই হুড়মুড়িয়ে
ঢুকে পড়লো শীত।

গৃহস্থের শ্যাওলা ধরা উঠোনে
পাপড়ি ভাঙা রঙের প্রলেপ,
পাহাড়েও বরফকুচি আর সান্তাক্লজ টুপি।

কমলালেবুর খোসা ছাড়ানো রোদ্দুরে
 শুরু হয় বনভোজন,
বড় পিচ্ছিল পথ চড়াই উৎরাই, সাবধানে---

এই যা! বেলুন ওড়ানো বাসটা সোজা
তিস্তার জলে।আজ নদীর বনভোজন
তাই দেখে পাহাড়ের ও ক্ষিধে পায়!

অরণ্যে জ্বলে ওঠে দাবানল,
তলপেটে মোচড় দেওয়া ব্যথাটা ফিরে এলে
হায়নারা জেগে ওঠে।

প্রসারিত রাত্রির বুকে নিঃসঙ্গ মৃত্যুর ছায়া,
যে ছায়াপথ দ্রৌপদী মাড়িয়েছে একদিন
শতাব্দী প্রাচীন কান্না জমে যায় বরফ কণায়

পিছমোড়া করে বাঁধা একটা শরীর
উন্মত্ত বুভুক্ষা মানুষ
দাবানলে সেঁকে ফেলে হাড়মাস সব।

কুয়াশার আবরণ সরে গেলে
খুব শীত,বড়ো শীত কাঁপুনি ধরায়
বিবস্ত্র সকালে পৃথিবী খোঁজে এক লজ্জাবস্ত্র।



চিত্রঋণঃগুগল ইমেজ  
পত্রসজ্জাঃস্বরূপ চক্রবর্তী



















কবিতা-শর্মিষ্ঠা রায়চৌধুরী


চন্দ্রগ্রহণ



Picture Courtesy: Google Image
              

     নিঝুম কালোরাতকে সাক্ষী রেখে,
     নিস্তব্ধ চারদিক অন্ধকারের গ্রাসে
     নিরিবিলি চোরাগলিতে ওরা দু'জন
     নির্ভেজাল প্রেমকে সঙ্গী করে,
     নীরবে পাশাপাশি চলেছে বহুক্ষণ -
     নিশুত-রাতের গোপন অভিসারে।

     নেশাতুর ভালোবাসায় মাখামাখি
     নিরলস দুটো শরীর-মন,
     নিবিড় ছোঁয়ায় ভরসার আলিঙ্গন
     নিভৃতে একান্তে কাটালো কিছুক্ষণ -
     নিস্তরঙ্গ জীবনে এল স্পর্শের শিহরণ,
     নিষ্কলুশ-নিষ্পাপ মনে লাগলো চন্দ্রগ্রহণ।



চিত্রঋণঃগুগল ইমেজ  
পত্রসজ্জাঃস্বরূপ চক্রবর্তী
















Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান