যখন
বসন্ত এলো
পল্লব সরকার
পল্লব সরকার
তোমার যখন "বসন্ত" এলো
আমার "হেমন্ত "বেলা।
তোমার দুয়ারে ফাগুন বাতাস
আমার হৃদয়ে দোলা।
আমার বসন্ত শীতের ওপারে
যখন
মারছে উঁকি,
তোমার বসন্ত রঙিন তখন
' বেনীআসহকলায়' মাখি।
আমার বসন্ত শীতের শেষে
যখন এলো অবশেষে ;
তোমার বসন্ত ফুলের মেলায়
মাতাল
মধুমাসে।
বসন্ত আসে সবার জন্য
রঙের আগুন ভরে ,
কেউ জ্বালায় প্রদীপ শিখা