উষ্ণতার খোঁজে
অমিত কুমার জানা
![]() |
অলঙ্করণঃ বর্ণালী গাঙ্গুলী |
টুপটাপ করে শিশির ঝরে
শিশিরে ভেজা শীতের ঊষা,
পৌষের শুষ্ক দেহের প্রতি
উত্তরে হাওয়ার আলিঙ্গন বড়ই খাসা।
সকাল সকাল বিছানা ছেড়ে
বেরিয়ে আসা বেশ কষ্টকর,
লেপের তলায় আরামে কাটে
মন চায় আর এক প্রহর।
স্নানের সময় হলেই সবারই
ভয়ে শরীর ওঠে কেঁপে ,
অনেকে করে কাকস্নান
কেউ গায়েতে জল ঢালে মেপে।
শীতের মিষ্টি রোদে স্নাত হতে
কার না লাগে মজা?
কনকনে ঠাণ্ডা থেকে মুক্তি পেতে
শুধু উষ্ণতা খোঁজা।
হিমেল হাওয়া যেই না বহে
জাঁকিয়ে পড়ে হাড়কাঁপানো শীত,
গরম পোশাকে শরীর ঢেকে
শুরু হয় গুন গুন গীত।
দরজা জানালা বন্ধ থাকে
মন চায় নিশ্ছিদ্র ঘর,
উষ্ণতাকে আপন করতে চায়
শীতলতা এখন শত্রু, পর।