অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Wednesday, December 20, 2017

অনিন্দিতা চক্রবর্তী

লোডশেডিং 


Image Courtesy : Google Image Gallery





ঠাৎ লোডশেডিং হলে
ঝুপ করে নেমে আসে অন্ধকার 
ফিনফিনে  সাদা আলো
শিরশির করে ওঠে অপরিচিত স্তব্ধতায়। 
আমার ছায়াও তখন ছেড়ে যায় আমায়.... 

অন্ধকারে আঙুলের মাঝে জেগে ওঠে 
আমার মুদ্রাদোষ 
ভাঙাগড়ার খেলায় মত্ত হয়ে উঠি 
অগোছালো চুলে বিলি কেটে কেটে ।
খোলা চোখ,তবু অদৃশ্য হয়ে যাও তুমি! 

হঠাৎ ভালোবাসা নিভে গেলে 
জীবনের অদৃশ্য সেতু বেয়ে ঠিক এভাবেই নামে
নিঃসঙ্গ অবিশ্বাসী লোডশেডিং....। 









আজাহারুল ইসলাম

তীর্থে রী


Image Courtesy: Energy Art By Julia Watkins 



আমার আকাশের উপর খুব হিংসে হয় জানো!
কারন তুমি তার দিকে তাকিয়ে,মেঘ হওয়ার স্বপ্ন দেখো।
আমার সূর্যের উপরও বেশ রাগ হয়,
কারন সে আলো ছড়ানোর বাহানায়-
তোমার সোনালী ত্বককে স্পর্শ করার স্বপ্ন দেখে!
আমার অজয় নদের উপর তো আবার ইর্ষা হয়,
কারন কত বার যে তুমি তোমার ঐ নরম শরীরকে 
তার বালুচরে শুইয়েছ। 
আর জ্যোৎস্না!,তাকে তো আমি দেখতেই পারিনা! 
কারন প্রত্যেক পূর্ণিমায় বাড়ির ছাদে দাঁড়িয়ে 
তার সাথে কত গল্প করো,কত কবিতা লেখো
আর বাতাসের সাথে তো আমার চিরকালের শত্রুতা
কতবার যে তোমাকে সে তার স্পর্শে মাতাল করে তুলেছে তার হিসেব নেই!
শুধু আমার নিজের উপর কোনোও হিংসে,রাগ,ইর্ষা হয়না
কারন নিবিড় আলিঙ্গনে ধন্য হওয়ার মতো যোগ্যতা
আমার শরীর রাখেনা
তাই ভেবেছি!!!! একদিন,আকাশ,সূর্য,অজয়,জ্যোৎস্না,বাতাস হয়ে 
 তোমার ৫২ তীর্থের শরীরে আমি ভ্রমন করব। 

Wednesday, November 29, 2017

অনিন্দিতা চক্রবর্তী

সেই সব দিন গুলো

Image Courtesy : Google Image Gallery


                    
সেই সব দিন গুলো আজও মনে পড়ে
ফাগুনের রং মাখা সোনালী দুপুরে
এলোমেলো পাখনায় মৌমাছি  সুর
ছিলাম যে কাছাকাছি, আজ বহু দূর। 

সেই সব দিনে গোলাপ ভরা বাগ
মন মাঝি পাল তোলে, উষ্ণ সোহাগ
রুপোলি জ্যোৎস্নায়, রাত জাগা পাখি 
অনুরাগ মিশে ছিল,   আজ  নোনা আঁখি। 

হেমন্ত শিশির পতন, শুকনো ঘাসে
হৃদয়ের মাঝে কভু যায়, কভু আসে
জীবন কঠিন আজ ব্যাথাতুর গান
কাঁদে আজ মাছ-চোখ, নিয়তি মহান। 
   
                  
সেই সব দিন গুলো আজ বড় ধূসর
একাকী হৃদয় মাঝে, ধূ ধূ বালুচর.... 













মলয়েন্দু মজুমদার

যেমন তেমনই

Image Courtesy:Google Image Gallery


তেমন কথায় যেমন কাজ,
মাথার উপর ক্ষমতার অদৃশ্য রাজ।

আত্মীয় হোক, হোক পরিজন,
থাকছেই মাথায় হাতটি যখন।

যোগ্য তুমি, বলবে সে গো,
যোগ্যতায় পায়নি যে গো!

আস্ফালন সেই অযোগ্যতার,
আশা দেখায় পাইয়ে দেবার।

যেমন নিজে অপাত্রে পান,
অপাত্রেই করবে দান।

ভরা কলস বাজবে কেন?
অযোগ্যতার আওয়াজই হেন।

অন্ধকারে আলোক দেখা,
সর্বত্রই মলিন রেখা।

যোগ্যরা সব পালিয়ে যায়,
তোষামুদে অনর্হ লম্ফাঝম্ফায়।।

ভয়, লজ্জায় ও পরাজয়ে

খোঁজ শান্তির জীবন বেয়ে।





Preface-Swarup Chakraborty

PREFACE- NINTH EDITION



Image Courtesy: Google Image Gallery, Collage :Writer


My dear friends,


At the onset of this edition we want to congratulate you, who have contributed for this month’s edition, we are happy to announce that some new faces have also joined our family.


Winter season has knocked the door, especially here, at Haridwar we are getting up in quite chilled morning with a hint of mist.  Winter in India has a special role and presence; we celebrate winter with our versatile and colourful culture’s special touches- in form of customs, celebrations, food  that vary from province to province in our beautiful mother land.


So, to make our first winter a special occasion, “ALEEK PATA- the Expressive World” E-Magazine is going to celebrate winter in India, for that we have already invited photographs from our readers, and one photo gallery is under construction, so, please send photographs depicting winter season of India. It may be a Place, food, custom, celebration, life style any thing you like.


  We are going to display them through that dedicated photo gallery, and one of them shall be the winter Wall Paper of our Magazine.


So, friends, GET-SET-CLICK, and send the photo to aleekpata@gmail.com
*For More Details Please Click On The Notice Board Tab.  

 
With this I must take your leave, have a great, creative winter ahead.

Swarup Chakraborty
Team-ALEEK PATA
29 th November, 2017


Note: Those who want the printed copy of “ALEEK PATA” - may contact us in our facebook group. You can also mail us at responsealeekpata@gmail.com

*Writers, who are yet to receive their Complementary copies, please contact us.


Debrupa Chakraborty (Class VI)


WATER COLOUR







Sunday, November 26, 2017

শিবু মণ্ডল

তবু পথ চলি   

চিত্রঋণঃwww.google.com  
                                                                            
                                       

আমার তিন বছরের মেয়েকে বাইকে চড়িয়ে ঘোরাতে বেরিয়ে                                                       
জিজ্ঞেস করলাম কোথায় যাবি ? উত্তরে সে বলল জানি না ! 

রাস্তার বাঁদিকে পার্কের দোলনা দেখিয়ে বললাম ওখানে                                                                
যাবি ? বলল না ! আরও অনেকটা দূরে গিয়ে স্টেডিয়ামের মাঠের                                 
সামনে দাঁড়ালাম, সে আর বাইক থেকে নামে না । মাঠের দিকে                                  
ইশারা করলাম, সে দু’দিকে মাথা ঝাঁকাল । ফিরতি পথে আবার                                   
চলতে চলতে প্রশ্ন করলাম তবে কোথায় যাবি ? উত্তরে সে                                        
আবার বলল - জানি না ! এলোমেলো কত কথাই তো বলতে শিখেছে –                        
‘জানি না’ কথাটি শুনলাম এই প্রথম ওর মুখে, শুনেই যেন                                         
ভেতর থেকে নড়ে উঠলাম । আমিও আর কোথাও দাঁড়াই না !                                    
সামনে বসে থাকা মেয়ের হাতের ইশারায় কখনো বাঁয়ে কখনো                             
ডাইনে, রাস্তা থেকে গলি, গলি থেকে রাস্তা শুধু পথেই ঘুরে-ফিরি                                     
সন্ধ্যের স্বর্ণালী ঘোর নিয়ে । চলতে চলতে একই রাস্তায়                                              
দু’বার, কখনও বা ফিরে আসি গলির শেষে কোন বাড়ির প্রাচীরে                                      
ধাক্কা খেয়ে । আবার নতুন নির্দেশে চলতে শুরু করি উদ্যমে !                                        
তবু পথ চলি, পথেই চলতে থাকি – কোথায় যেতে চাই না জেনেই ।

চলতে চলতেই থামি একসময় রামলীলা ময়দানের                                                 
সিংহ-দ্বারের মুখে; পেছন ঘুরে দেখি আটটার টিফিন ব্রেকে                                            
দলে দলে আলো জ্বেলে বেরিয়ে আসছে কর্মীরা কারখানার                                               
হাঁ-মুখ গেটের ভিতর হতে – হাতে করে এক পাউন্ড রুটি !                                         
পৌনে এক ঘন্টার অবসর – এরই মধ্যে বউ-ছেলে-মেয়ের                                            
সাথে ভাগ করে খাবে সবাই শ্রমের বিনিময়ে পাওয়া রুটি -                                          
সাথে আম-আচারের টুকরো, তেলটুকু জমা হবে কাঁচের বয়ামে                                    
লালাভরা জীভ নিয়ে আমিও আবার চলতে শুরু করি, এবার                                    
ঘরে ফিরি ; দিনের শেষ খাবারের পাতে বউকে বলি – এক টুকরো                                
আমের আচার দিতে, লালা প্রশমিত হয় । চোখ আটকে তেলে !

তারপরও বিচরণ করি স্বপ্নে ভূত–অতীত–ভবিষ্যতে ।      


        

Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান